ঝরণা পাহাড়ের বুক চিরে নেমে নদীর বুকে ঝাঁপিয়ে পড়ে। নদী গিয়ে মেশে সাগরে। সৃষ্টির আদি থেকে এই অলিখিত নিয়ম প্রকৃতির। জল নীচের দিকে বইবে। সেই নিয়মও অবশেষে ভাঙল কালের খামখেয়ালিতে। গভীর সমুদ্রের বিশাল ঢেউ এক লাফে জড়িয়ে ধরল পাহাড়ের গলা! নোনা জলে ভিজিয়ে দিল কর্কশ, রুক্ষ পাহাড়ের চোখ-মুখ। বিশ্বের এমন নবম আশ্চর্য ঘটনার সাক্ষী Faroe Islands। Samy Jacobsen-এর তোলা ভিডিও বলছে, এখানে সমুদ্র ফিরে আসে পাহাড়ের টানে। পাথুরে বুকে।
Viral Video: পর্যটকদের পথ আটকে বাঘের লড়াই, কী হল তারপর!
স্যামি Suouroy-এর একটি শৈল শিখরে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি করেছেন এই অভূতপূর্ব দৃশ্য। সোশ্যালে দিতেই নেটিজেনদের অবাক প্রশ্ন, হঠাৎ এমন উল্টো নিয়ম কেন? আবহাওয়াবিদেরা যদিও এই ঘটনাকে কোনও রোম্যান্টিক বিশ্লেষণে যাননি। তাঁদের দাবি, জলের নীচে ঘূর্ণি তৈরি হওয়ায় বাতাসের টানে ঢেউ পরিণত হয় সর্পিলাকার স্তম্ভ বা টর্নেডোয়। ফলে, সেই চাপেই জল উঠে এসেছে পাহাড়ে।
নিরাপত্তার স্বার্থে মহিলারা সংগ্রহে রাখুন “Lipstick Gun”, দেখে নিন কী কী কাজে আসবে এটি?
আবহাওয়াবিদদের আরও দাবি, "সবার চোখে যেটি জলের ফোয়ারার মতো দেখাচ্ছে আসলে তা টর্নেডোর ছোট সংস্করণ। তবে এটি জলের ওপর তৈরি হয় বাতাসের সাহায্যে"। এই ঘটনা খুব অস্বাভাবিক কিছু নয়।
Click for more
trending news