কলকাতা: স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনকে ঘিরে সংঘর্ষ। আর এই সংঘর্ষের মধ্যে পড়ে নিহত এক বিজেপি কর্মী। শনিবার এই ঘটনাটি ঘটেছে হুগলিতে। নিহতের মরদেহ ঘিরে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি সমর্থকরা। এই প্রতিবাদে অংশ নিয়েছিলেন দলের সাংসদ সৌমিত্র খান। গোটা ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছে গেরুয়া শিবির। জেলা পুলিশ সূত্রে খবর, কে পতাকা তুলবে? সে নিয়ে বচসা, বচসা থেকে হাতাহাতি ও সঙ্ঘর্ষ উত্তপ্ত হয় হুগলির খানাকুল। এই সংঘর্ষের বলি সুদর্শন প্রামাণিক বলে এই প্রৌঢ়। তিনি বিজেপির সমর্থক ছিলেন বলেন খবর।
জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের দিন তৈরি হওয়া এই উত্তেজনা প্রশমনে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। যদিও এই ঘটনার দায় অস্বীকার করে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, "এটা বিজেপির অন্তর্কলহের ফল।"
তবে বিজেপির হুঁশিয়ারি আগামি ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তরা ধরা না পড়লে খানাকুলে বিক্ষোভ-প্রতিবাদ এবং পথ অবরোধ চলবে।