15 August Independence Day: জাতীয় সঙ্গীত প্রথমবার 1911 সালে গাওয়া হয়েছিল
নতুন দিল্লি: আজ 15অগাস্ট, ভারতের একাত্তর তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস মানেই দেশ চারদিকে দেখা যায় দেশ ভক্তির প্রবল জোয়ার, আর জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা ছাড়া এই দেশ ভক্তি কিছুতেই সম্পূর্ণতা লাভ করে না। আমাদের দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।1950সালের 24 শে জানুয়ারি সংবিধান সভায় ''জন-গণ-মন''-কে জাতীয় সঙ্গীতের মর্যাদা প্রদান করা হয়েছিল। 1911 সালে প্রথম বার কলকাতায় কংগ্রেসের অধিবেশনে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল। কিন্তু এই জাতীয় সঙ্গীত গাওয়ার কিছু নিয়ম আছে, যা আমাদের প্রতিটা ভারত বাসীর জানা উচিত।
আসুন দেখা যাক জাতীয় সঙ্গীত (National Anthem) গাইবার রীতি গুলি কি:
1. জাতীয় সঙ্গীত গাওয়ার সময় সর্বদা সাবধানের ভঙ্গিতে দাঁড়াতে হবে।
2. গানের প্রতিটা শব্দের উচ্চারণ সঠিক ভাবে করতে হবে।
3. জাতীয় সঙ্গীত (National Anthem) গাওয়ার নির্ধারিত সময় 52 সেকেন্ড, তা 49 থেকে 52 সেকেন্ডের মধ্যে শেষ করতে হয়।
4. জাতীয় সঙ্গীত গাওয়ার সময় মাঝপথে যদি কেউ বাধা প্রদান করে, তাহলে তার বিরুদ্ধে প্রিভেনশন অফ ইন্সাল্ট টু ন্যাশনাল অনার অ্যাকট-1971 এর ধারা-3 অনুসারে আইনি কার্যক্রম শুরু হয়, দোষী সাব্যস্ত হলে, তিন বছরের কারাদণ্ড এবং জরিমানা পর্যন্ত করা হতে পারে।
5. জাতীয় সঙ্গীত সম্পর্কে কখনই কোনো রকম অপ শব্দের ব্যবহার করা উচিত না।
6.প্রেক্ষাগৃহে সিনেমা শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত বাজাতেই হবে, এমন কোনো অনিবার্যতা নেই।