Read in English
This Article is From Aug 14, 2018

নিছক শুভেচ্ছাজ্ঞাপন নয়, স্বাধীনতা দিবসে মেসেজ হোক অনুপ্রেরণার বার্তা

শুভেচ্ছার উত্তরে শুধুই শুভেচ্ছা নয়, আপনার বার্তা হয়ে উঠুক সত্যিকারের অনুপ্রেরণামূলক।

Advertisement
অল ইন্ডিয়া

শুভ স্বাধীনতা দিবস 2018: পরিবারের সাথে কাটান এই ছুটির দিন

নিউ দিল্লি:

72 তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছে ভারতবর্ষ। রাত বারোটা বাজতে না বাজতেই শুভেচ্ছায় ভরে উঠতে থাকবে আপনার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার মোবাইলের ইনবক্স। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে আনার গল্প আমাদের অজানা নয়। বহু মানুষের মৃত্যু ডিঙিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি তা মনে রাখার জন্যই যে নিছক এই উদযাপন তা তো নয়। আসলে এই উদযাপন নিজেকে প্রশ্ন করারও। দেশের জন্য আমাদের অবদান কোথায় ঠিক? তাই শুভেচ্ছার উত্তরে শুধুই শুভেচ্ছা নয়, আপনার বার্তা হয়ে উঠুক সত্যিকারের অনুপ্রেরণামূলক। স্বাধীনতা দিবস নিছক জাতীয় ছুটির দিন নয়, তাই এই দিনের শুভেচ্ছাও হোক অন্যরকম।

 

স্বাধীনতা দিবসের এই বার্তাগুলি আপনি বন্ধু ও পরিবারের মানুষকে পাঠাতেই পারেন:

Advertisement

 

- মহিমান্বিত দেশের অংশ হতে পেরে গর্বিত আমরা! দেশের এই বিশেষ দিনে রইল শুভেচ্ছা! স্মরণীয় হয়ে উঠুক আমাদের স্বাধীনতার দিন।

 

- ঐক্যের কারণ হয়ে উঠুন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করুন এবং দেশের পতাকা উজ্জ্বল করুন। শুভ স্বাধীনতা দিবস 2018

Advertisement

 

-  আজ আমাদের দেশ যাতে এই দিনটি উদযাপন করতে পারে তাই হাজার হাজার মানুষ একসময় তাঁদের জীবনের তোয়াক্কা করেননি। সেই অবদান কখনও ভুলবেন না। শুভ স্বাধীনতা দিবস!

 

- এই দিনটা উপহার দেবার জন্য অগণিত শহীদদের শুভেচ্ছা জানাই! শুভ স্বাধীনতা দিবস 2018

Advertisement

 

- এই স্বাধীনতা দিবসে এমন একটি মূল্যবান উপহার পাওয়ার জন্য কৃতজ্ঞতা জানান।  আপনার জীবন এবং আপনার মাতৃভূমির জন্য এমন বিশেষ দিন গড়ে তোলার জন্য দেশ নায়কদের আত্মাহুতির কথা ভুলবেন না। শুভ স্বাধীনতা দিবস 2018

Advertisement

 

- মনের স্বাধীনতা, শব্দের বিশ্বাস, আর আত্মার গর্ব। স্বাধীনতা দিবসে দেশকে প্রণাম জানাই!

 

- ভারতীয় তেরঙ্গা সবসময় উঁচু থাকুক। স্বাধীনতা দিবসের আন্তরিক অভিনন্দন

Advertisement

 

- আগামী দিনগুলিতে আমাদের স্বপ্নগুলো সার্থক হয়ে উঠুক। শুভ স্বাধীনতা দিবস!

 

 

 

 যারা জাতির জন্য তাদের জীবন উৎসর্গ করে, তাদের মাতৃভূমিকে যারা রক্ষা করে এই স্বাধীনতা দিবসে তাদের  অভিবাদন!

 আমাদের মাতৃভূমি আমাদের পরিচয়, আমাদের গর্ব ...
এই স্বাধীনতা আমাদের প্রাপ্য..!
শুভ স্বাধীনতা দিবস.

Advertisement