Read in English
This Article is From Aug 15, 2018

স্বাধীনতা দিবসে সুদর্শন পট্টনায়কের শ্রদ্ধার্ঘ্য দেখে নিন

টুইটারে সুদর্শন পট্টনায়ক লেখেন, “সকল দেশবাসীকে জানাই 72 তম #স্বাধীনতাদিবসেরশুভেচ্ছা।“

Advertisement
অফবিট

সুদর্শন পট্টনায়কের বালি নির্মিত স্থাপত্যে লেখা রয়েছে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা।

আজ ভারতের 72 তম স্বাধীনতা দিবস। বিভিন্ন মানুষ নিজেদের মতো করেই দেশের প্রতি নিজেদের ভালবাসা জানিয়েছেন। সচিন তেন্ডুলকর ও বিভিন্ন বিখ্যাত মানুষ সোশ্যাল মিডিয়ায় অনুপ্রেরণা প্রদানকারী পোস্ট শেয়ার করেছেন এবং হোয়াটসঅ্যাপে পরিবার বন্ধুদের বিভিন্ন শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিল্পী সুদর্শন পট্টনায়ক আজকের দিনে বালি দিয়ে একটা বিশেষ স্থাপত্য তৈরি করলেন। টুইটারে তিনি লেখেন, “সকল দেশবাসীকে জানাই 72 তম #স্বাধীনতাদিবসেরশুভেচ্ছা।“ তার সঙ্গে বালি দিয়ে নিজের তৈরি একটা স্থাপত্যকীর্তির ছবি শেয়ার করেন।

উড়িষ্যার পুরী সমুদ্র সৈকতের বালি নির্মিত স্থাপত্যকীর্তির সাহায্যে তিনি সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। গেরুয়া, সাদা, সবুজ রঙের বালি দিয়ে তিনি ভারতের জাতীয় পতাকার আদলে স্থাপত্যটি গড়ে তুলেছেন।

কিছুক্ষণ আগে ইন্টারনেটে পোস্ট হওয়ার পর থেকেই ছবিটা সকলের অত্যন্ত প্রশংসা লাভ করেছে। দেখে নিন বিভিন্ন মানুষ কী বলেছেনঃ

কেন্দ্রীয় সরকারের মানবকল্যাণ দপ্তরের পক্ষ থেকেও সুদর্শন পট্টনায়কের তৈরি অন্য একটা স্থাপত্যের ছবি শেয়ার করা হয়েছে, যেখানে লেখা দেখা যাচ্ছে, “এক ভারত শ্রেষ্ঠ ভারত।“

 

আপনি কী ভাবে আজকেল দিনটা পালন করছেন?

Advertisement

 

Advertisement