শর্মিষ্ঠা মুখোপাধ্যায় পুরনো কিছু ছবি শেয়ার করেছেন প্রাক্তন রাষ্ট্রপতির।
নয়াদিল্লি: এখনও পর্যন্ত ভেন্টিলেটরে আছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee)। এই পরিবেশে বাবাকে স্মরণ করে পুরনো স্বাধীনতা দিবস উদযাপনের ছবি সামনে আনলেন প্রণব-কন্যা (Sharmistha Mukherjee)। সেই ছবি পোস্ট করে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় লেখেন, "ছোটবেলায় আমার বাবা এবং কাকা পৈতৃক বাড়িতে প্রতি বছর পতাকা উত্তোলন করতেন। শুধু এবছর তার অন্যথা হল। আশা করব পরের বার বাবা স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করবেন। এদিকে, শুধু শর্মিষ্ঠা মুখোপাধ্যায় নয়, প্রণব মুখোপাধ্যায়ের অফিসের তরফে একটা ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিতে প্রাক্তন রাষ্ট্রপতি কয়েকজন স্কুলপড়ুয়ার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত।
এই ছবি পোস্ট করে তাঁর দফতর সূত্রে টুইট, "বহুত্ববাদ, মুক্ত ও গণতান্ত্রিক ভারত গঠনে আমরা আরও ঐক্যবদ্ধ হই।"
দেখুন সেই টুইট:
বাহ্যিক উদ্দীপনা এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। টানা চারদিন উদ্বেগের পর শুক্রবার এই খবর টুইট করলেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। সোমবার দিল্লির সেনা হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে ভেন্টিলেটর তিনি। গত চারদিন দিচ্ছিলেন না চিকিৎসায় সাড়া। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে অবস্থার সামান্য উন্নতি হয়েছে। এমনটাই সেনা হাসপাতাল সূত্রে খবর। চোখে আলো পড়লে প্রতিক্রিয়া দিচ্ছেন তিনি। চিকিৎসকরা এই দাবি করেছেন। শুক্রবার টুইট করে অভিজিৎ মুখোপাধ্যায় বলেছেন, "চার দিনের পর্যবেক্ষণ পর্ব আজ শেষ হল। বাবার ভাইটাল প্যারামিটারগুলো স্থিতিশীল। বাহ্যিক উদ্দীপনা ও চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। বাবা সবসময় বলতেন, দেশকে আমি যতটা দিয়েছি, তার চেয়ে বেশী পেয়েছি। তাই আপনারা এবারও প্রার্থনা করুন।" এদিকে, শুক্রবার সেনা হাসপাতাল সূত্রে বলা হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের পরিস্থিতি অপরিবর্তিত। উনি ভেন্টিলেটর সাপোর্টে ইনটেনসিভ কেয়ার আছেন। তাঁর ভাইটাল প্যারামিটারগুলো স্থিতিশীল।