Read in English
This Article is From Feb 09, 2020

Coronavirus: মহামারির শঙ্কা, ২০টি দেশের তালিকায় ১৭ তম স্থানে ভারত

বিশ্বের যে ২০টি দেশে করোনাভাইরাস প্রভাব ফেলেছে, সেই তালিকায় আছে ভারত। জার্মানির এক বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় এই চাঞ্চল্যকর তথ্য ধরা পড়েছে। সেই সমীক্ষায় ২০টি দেশের মধ্যে ১৭তম স্থানে এই উপমহাদেশ।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

চিনা নাগরিক ও পর্যটকদের সে দেশ থেকে ভারতে প্রবেশে সাময়িক ভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নয়াদিল্লি :

বিশ্বের যে ২০ টি দেশে করোনাভাইরাস প্রভাব (coronavirus outbreak) ফেলার সম্ভাবনা, সেই তালিকায় আছে ভারত। জার্মানির এক বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় এই চাঞ্চল্যকর তথ্য ধরা পড়েছে। সেই সমীক্ষায় ২০টি দেশের মধ্যে ১৭তম স্থানে এই উপমহাদেশ। এখনও পর্যন্ত চিনে ৮১১ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। গৃহবন্দি কয়েকলক্ষ মানুষ। এদিকে জার্মানির সেই বিশ্ববিদ্যালয় সমীক্ষার স্বার্থে আকাশপথের প্রত্যক্ষ ও পরোক্ষ যোগাযোগের বিষয়টি পর্যালোচনা করেছিল। মোট ৪ হাজার বিমানবন্দরের সঙ্গে চিনের সরাসরি যোগাযোগ আছে, এমন একটা মাপকাঠি তৈরি করেছিল ওই বিশ্ববিদ্যালয়। সেই মাপকাঠির সূচকের নিরিখে ভারতের সংক্রমণ শঙ্কা (Importing The Virus) ০.২১৯%। সেই সমীক্ষায় দাবি করা হয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের সংক্রমণের আশঙ্কা সবচেয়ে বেশি। সেই বিমানবন্দরের সংক্রমণ সূচক ০.০৬৬%। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের সংক্রমণ সূচক ০.০৩৪%। এর পরেই আছে কলকাতা বিমানবন্দরের নাম। পাশাপাশি বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ ও কোচি বিমানবন্দরেও আছে সংক্রমণ আশঙ্কা। এমনটাই দাবি ওই সমীক্ষার। 

Corona Virus: চিনে মহামারি! করোনা ভাইরাসে মৃত বেড়ে ৮১১, আক্রান্ত ৩৭ হাজার

চিন থেকে একজনের গন্তব্যের নিরিখে ভারত ও অন্য শহরের প্রেক্ষিত কী, সেটাও মাপকাঠি হিসেবে ধরা হয়েছে ওই সমীক্ষায়। সেই সমীক্ষা আরও দাবি করেছে, আকাশপথে যাতায়াতের প্রেক্ষিত বিচার করে পর্যালোচনা করা হয়েছে সংক্রমণের মাত্রা। ব্যস্ত বিমানবন্দর ও সংক্রামিত যাত্রীর পরিসংখ্যান রাখা হয়েছে বিচার্য হিসেবে।

সংক্রমণ আটকাতে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক বৈধ ভিসা থাকলেও চিন থেকে ভারতে আসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। চিনা নাগরিক বা পর্যটক, সে দেশ থেকে ভারতে আসার ওপর চলছে সাময়িক নিষেধাজ্ঞা। ইতিমধ্যে কেরলের তিনজন করোনা আক্রান্তের প্রমাণ মিলেছে। ওই ৩ জনই পড়ুয়া এবং উহান শহরে থাকতেন। 

চিনে কান্নায় ভেঙে পড়া সন্তানকে দূর থেকেই আলিঙ্গন নার্স মায়ের, বিহ্বল নেট বিশ্ব

Advertisement

পাশাপাশি সতর্কতা অবলম্বনে ওই রাজ্য প্রায় ২ হাজার জনকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছে সরকার। জানুয়ারি মাসে এক সপ্তাহের মধ্যে এয়ার ইন্ডিয়ার দুটি বিমান প্রায় ৬০০ জন ভারতীয়কে চিন থেকে দেশে ফিরিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দিলি-হরিয়ানা সীমান্তের মানেসারে তৈরি করেছে বিশেষ পর্যবেক্ষণ শিবির। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যার নাম দিয়েছে কোয়ারান্টাইন ক্যাম্প। সেই পর্যবেক্ষণ শিবিরে দু'সপ্তাহের জন্য পৃথক ভাবে রাখা হয়েছে সন্দেহভাজনদের। জানা গেছে, জার্মানির ওই বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় সংক্রমণ সূচকের একদম ওপরে আছে থাইল্যান্ড, জাপান এবং সাউথ কোরিয়া। যে দেশগুলোতে ইতিমধ্যে সংক্রামিতের সংখ্যা ২০ ছাড়িয়েছে। 

Advertisement