Read in English
This Article is From Sep 29, 2019

‘‘সামরিক শাসন পাকিস্তানের ঐতিহ্য’’: পাকিস্তানকে আক্রমণ ভারতের

পাকিস্তানের (Pakistan) কড়া সমালোচনা করল ভারত। কাশ্মীর (J&K) ইস্যুতে পাকিস্তানের বক্তব্যকে ‘প্রোপাগান্ডা’ বলে জানিয়ে দিল ভারত।

Advertisement
অল ইন্ডিয়া Translated By

ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

নয়াদিল্লি:

উগান্ডার কমনওয়েলথ সংসদীয় সম্মেলনে (Commonwealth Parliamentary Conference ) শনিবার পাকিস্তানের (Pakistan) কড়া সমালোচনা করল ভারত। কাশ্মীর (J&K)ইস্যুতে পাকিস্তানের বক্তব্যকে ‘প্রোপাগান্ডা' বলে জানিয়ে ভারত দাবি করল, সামরিক শা‌সন পাকিস্তানেরই ঐতিহ্য। পাকিস্তানের প্রতিনিধি দল জম্মু ও কাশ্মীরে বিপুল সেনা সমাবেশের দিকে আঙুল তোলে কমনওয়েলথ সংসদীয় সম্মেলনের ৬৪তম সমাবেশের সময়। এরই উত্তর দিল ভারত। ভারতের প্রতিনিধি দলে রয়েছেন‌ সাংসদ অধীররঞ্জন চৌধুরী, রূপা গঙ্গোপাধ্যায় ও এল হনুমন্থাইয়া। তাঁরা জানান, সামরিক শাসন পাকিস্তানের ঐতিহ্য। প্রসঙ্গত, ৩৩ বছর পাকিস্তানে সেনা শাসনের উল্লেখ করেন তাঁরা। লোকসভার সচিবালয়ের তরফে একথা জানানো হয়েছে। সেই বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানের প্রোপাগান্ডার তীব্র প্রতিবাদ করেছেন রূপা ও অন্যান্যরা।

চিন-পাকিস্তান অবৈধ অর্থনৈতিক করিডোর প্রসঙ্গ তুলে চিনকে মোক্ষম জবাব ভারতের

ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। রবিবার ওই সম্মেলনের সমাপ্তি।

Advertisement

এমাসের গোড়ায় মালদ্বীপে দক্ষিণ এশিয়ার সম্মেলনেও পাকিস্তান কাশ্মীর ইস্যু উত্থাপন করেছিল। পরে ভারতের তীব্র প্রতিবাদে তা প্রভাব ফেলতে পারেনি।

‘‘ওঁর সরকারের সময় শেষ'': মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ জেপি নাড্ডার

Advertisement

দেখুন ভিডিও

  .  

Advertisement