আগেই দ্বিপাক্ষিক বাণিজ্যকে মজবুত করতে বাংলাদেশকে বিশেষ প্রস্তাব দিয়েছে ভারত।
হাইলাইটস
- বাংলাদেশের চট্টগ্রাম এবং মঙ্গলা বন্দর ব্যবহারের ছাড়পত্র পেল ভারত
- এ ব্যাপারে দু’দেশের মধ্যে মৌ চুক্তি হল বৃহস্পতিবার
- কলকাতা – ঢাকা- গুয়াহাটি এবং জোড়হাটের মধ্যে যাত্রী পরিবহণ নিয়ে কথা হয়
নিউ দিল্লি: বাংলাদেশের চট্টগ্রাম এবং মঙ্গলা বন্দর ব্যবহারের ছাড়পত্র পেল ভারত। এ ব্যাপারে দু'দেশের মধ্যে মৌ চুক্তি হল বৃহস্পতিবার। এটি ছাড়া আর দুটি চুক্তিও সই হয় এদিন। তার মধ্যে একটি স্ট্যান্ডার্ড অপরেটিং প্রসেডিয়ার ( এসওপি) সংক্রান্ত। অন্যটি প্রোটোকল সংক্রান্ত। জাহাজ মন্ত্রকের সচিব গোপাল কৃষ্ণ সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাহাজ মন্ত্রকের সচিব আব্দুস সামাদ। এই দু'জনের মধ্যে কলকাতা – ঢাকা- গুয়াহাটি এবং জোড়হাটের মধ্যে যাত্রী পরিবহণ নিয়ে আলোচনাও হয়েছে। তাছাড়া রূপনারায়ন নদী দিয়ে পণ্য পরিবহণ করার ব্যাপারে ফলপ্রসু আলোচনা হয়েছে। এদিকে গোমতি সহ দুটি নদীর সংস্কার করা নিয়েও আলোচনা হয়েছে। সংস্কার করে সেগুলিকে আন্তর্জাতিক জল পথ পরিবহণের সঙ্গে যুক্ত করতে চাওয়া হচ্ছে।
আগেই দ্বিপাক্ষিক বাণিজ্যকে মজবুত করতে বাংলাদেশকে বিশেষ প্রস্তাব দিয়েছে ভারত। কেন্দ্রীয় সরকার চায় পণ্য পরিবহণের জন্য কলকাতা এবং হলদিয়া বন্দর ব্যবহার করুক বাংলাদেশ। মাস কয়েক আগে এই প্রস্তাব দেওয়া হলেও কোনও সিদ্ধান্ত নেয়নি ঢাকা। ভারতের প্রস্তাব গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বাংলাদেশের জাহাজ মন্ত্রক। তারাও চট্টগ্রাম এবং মঙ্গল বন্দরের নব্যতা বাড়াতে চাইছে। এই বৈঠকে সেই প্রসঙ্গেও বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর।