This Article is From Jul 16, 2018

ভারত ও বাংলাদেশের ভিসা-নীতির উদারীকরণে স্বাক্ষর করল দুই দেশ

বন্ধুত্ব, বিশ্বাস ও সমঝোতার ভিত্তিতে গড়ে ওঠা দ্বিপাক্ষিক সম্পর্কটি আরও জোরদার করতে চলেছে ভারত ও বাংলাদেশ।

ভারত ও বাংলাদেশের ভিসা-নীতির উদারীকরণে স্বাক্ষর করল দুই দেশ

রবিবার দুই দেশের মধ্যে ভিসা-নীতির উদারীকরণে স্বাক্ষর হল।

নিউ দিল্লি:

বন্ধুত্ব, বিশ্বাস ও সমঝোতার ভিত্তিতে গড়ে ওঠা দ্বিপাক্ষিক সম্পর্কটি আরও জোরদার করতে চলেছে ভারত ও বাংলাদেশ। রবিবার এরই একটি পদক্ষেপ হিসাবে দুই দেশের মধ্যে ভিসা-নীতির উদারীকরণে স্বাক্ষর হল।

এই সমঝোতা চুক্তিতে দুই দেশ স্বাক্ষর করল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে সামনে রেখে। স্বরাষ্ট্রমন্ত্রকের পর্যায়ে এটি দুই দেশের মধ্যের ষষ্ঠ বৈঠক।

“দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাক্ষী থাকলেন এই ঐতিহাসিক চুক্তির। তাঁদের সামনেই রিভাইজড ট্র্যাভেল অ্যারেঞ্জমেন্ট ( আরটিএ 2018 ) বা সংশোধিত ভ্রমণ পরিকল্পনা 2018 চুক্তি স্বাক্ষর করা হয়ে গেল। দুই দেশের মধ্যে ভিসা ব্যবস্থার উদারীকরণের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে চিহ্নিত হয়ে থাকল। ছাত্র এবং কর্মসংস্থান- সংক্রান্ত ভিসার বর্ধিত সময়সীমা নিয়েও স্বাক্ষরিত হল চুক্তি”, এক সরকারি কর্মকর্তা বিবৃতি দিয়ে এই কথা জানান।

ওই বৈঠকে সমস্ত নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। সন্ত্রাস দমন, দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি, সীমান্ত ব্যবস্থাপনা এবং জাল নোট, মাদক ও মানব পাচার সহ বিভিন্ন অবৈধ কার্যকলাপ দমন করার বিষয়ে সফল আলোচনা হয়।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.