মার্কিন কমিশনের দাবিকে নস্যাৎ করে দিয়েছে বিদেশ মন্ত্রক।
নয়াদিল্লি: আহমেদাবাদের (Ahmedabad) এক হাসপাতালে ধর্মের ভিত্তিতে কোভিড-১৯ (COVID-19) আক্রান্তদের আলাদা করে রাখা হচ্ছে। এমনই ভুল খবর ছড়াল আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন (US Body) কমিশন বা ইউএসসিআইআরএফ। বুধবার ভারতের তরফে এই খবরের বিরোধিতা করে প্রতিবাদ করা হল। মার্কিন কমিশন এইটি সংবাদ প্রতিবেদনের উপরে ভিত্তি করে উদ্বেগ প্রকাশ করে আহমেদাবাদের এক সরকারি হাসপাতালে ধর্মীয় ভিত্তিতে করোনা আক্রান্তদের পৃথকীকরণ নিয়ে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘‘ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে মিথ্যে মন্তব্য করেই যথেষ্ট হয়নি। এবার ইউএসসিআইআরএফ ভ্রান্ত খবর ছড়াচ্ছে কোভিড-১৯ মোকিবিলায় ভারতের পেশাদার চিকিৎসা সংক্রান্ত প্রোটোকল নিয়ে।''
‘‘লকডাউন করোনা ভাইরাসকে হারাতে পারে না,'': কেন্দ্রকে বার্তা রাহুল গান্ধির
তিনি জানান গুজরাত সরকার জানিয়ে দিয়েছে, ধর্মের ভিত্তিতে রোগীদের পৃথকীকরণের এই দাবি সর্বৈব মিথ্যা।
তিনি বলেন মার্কিন কমিশনের অবশ্যই মহামারির সঙ্গে লড়তে ভারতের জাতীয় লক্ষ্যে ধর্মীয় রং দেওয়া বন্ধ করে দেওয়া উচিত।
করোনা পরিস্থিতিতে আমেরিকার অনুদান বন্ধের পরিপ্রেক্ষিতে জবাব দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
এর আগে একটি টুইটে মার্কিন কমিশন উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিল হিন্দু-মুসলিম বিভাজনের ভিত্তিতে কোভিড-১৯ রোগীদের আলাদা করা হচ্ছে ভারতের হাসপাতালে। পাশাপাশি তারা উদ্বেগ প্রকাশ করে জানায় এই ধরনের পদক্ষেপে ভারতের মুসলিমদের কলঙ্কিত করবে এবং মুসলিমরা করোনা ছড়াচ্ছে এই মিথ্যা গুজবকে আরও বাড়িয়ে তুলবে।
এর আগে এই কমিশন নাগরকিত্ব (সংশোধনী) আইনকে নিয়ে ভারতের সমালোচনা করেছিল।