Read in English
This Article is From Jul 22, 2020

প্রতিশ্রুতি ভঙ্গ? প্রকৃত নিয়ন্ত্রণরেখার বিতর্কিত অংশ থেকে বাহিনী সরাতে নারাজ চিন

গালোয়ান, হটস্প্রিং আর ফিঙ্গার রিজিয়নে শিবির ছেড়ে পিছনোর কোনও লক্ষ্মণ নেই লাল ফৌজের

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from ANI)

হটস্প্রিং এলাকায় নির্মাণ বানিয়েছে চিন। (প্রতীকী)

নয়াদিল্লি:

প্রতিশ্রুতি দিলেও এলএসি বরাবর ফৌজ সরানোর গতি শিথিল করেছে চিন। সরকারি একটি সূত্র বুধবার এমনটাই জানাল এনডিটিভিকে। একাধিক পর্বের দ্বিপাক্ষিক বৈঠকের পরেও পূর্ব লাদাখে সীমান্ত বরাবর সরতে এখনও নারাজ বেজিং। এই এলাকায় গত ১৫ জুন দুই দেশের বাহিনীর সংঘাতে শহিদ হয়েছিলেন ২০ ভারতীয় জওয়ান। জানা গিয়েছে, গোগরার ডেপসাং প্লেন এলাকা ও প্যাংগং লেকের ফিঙ্গার প্রিন্ট এলাকায় এখনও ঘাঁটি গেড়ে আছে লাল ফৌজ। যদিও দুই দেশের বাহিনীর মধ্যে সমঝোতা হয়েছিল ওই এলাকা খালি করে পিছনে সরবে দুই পক্ষই। কিন্তু সেই সমঝোতা মানতে নারাজ চিন। এমনটাই সূত্রের খবর।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, গালোয়ান, হটস্প্রিং আর ফিঙ্গার রিজিয়নে শিবির ছেড়ে পিছনোর কোনও লক্ষ্মণ নেই লাল ফৌজের। উল্টে এই এলাকা থেকে ভারতীয় বাহিনীর উপর নজরদারি করতে পাকা ওয়াচ টাওয়ার বানাচ্ছে চিন। এমনটাও অভিযোগ।

 (PTI থেকে সংগৃহীত)

Advertisement