Read in English
This Article is From May 31, 2020

সংক্রমণের বিচারে জার্মানিকে টপকে অষ্টম স্থানে ভারত! মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল

স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, গত ৩ দিনে সর্বাধিক হারে সংক্রমিতের খোঁজ মিলছে গোটা দেশে। এই পরিস্থিতিতে পঞ্চম দফার লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র

Advertisement
অল ইন্ডিয়া Edited by

সংক্রমণের বিচারে বিশ্বে অষ্টম রাষ্ট্র হিসেবে উঠে আসল ভারত।

Highlights

  • সংক্রমণের বিচারে অষ্টম স্থানে উঠে এল ভারত
  • দেশে মোট সংক্রমিত ১ লক্ষ ৮৫ হাজার ছাড়াল
  • মোট মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে
নয়া দিল্লি :

জার্মানিকে টপকে ভারতের সংক্রমণ (Covid-19 in India) ছুঁল ১ লক্ষ ৮৫ হাজার। ইউরোপের ওই দেশে (Germany) মোট সংক্রমিত ১ লক্ষ ৮৩ হাজার। পরিসংখ্যান বিচারে বিশ্বে সংক্রমিত দেশের তালিকায় একধাপ ওপরে উঠল ভারত। বিশ্বের মোট সংক্রমিতের হিসেবে এখন অষ্টম স্থানে ভারত (8th Place among the world)। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় পর্যন্ত ভারতে মোট সংক্রমিত ১ লক্ষ ৮৫ হাজার ৩৯৮ জন। এই তালিকায় একদম ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র। সে দেশে মোট সংক্রমিত ১৮ লক্ষ। দ্বিতীয় স্থানে ব্রাজিল, মোট সংক্রমিত ৫ লক্ষের বেশি। তারপরেই আছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশে মোট সংক্রমিত প্রায় ৪ লক্ষ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, ২৪ ঘণ্টায় ভারতে সর্বাধিক ৮,৩৮০ জন সংক্রমিত হয়েছেন। সাম্প্রতিক বিচারে এই সংক্রমণ সর্বাধিক। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যা ১৯৩। এই সংখ্যা ধরলে ভারতে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল। 

স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, গত ৩ দিনে সর্বাধিক হারে সংক্রমিতের খোঁজ মিলছে গোটা দেশে। এই পরিস্থিতিতে পঞ্চম দফার লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র। পয়লা জুন থেকে ৩০ জুন পর্যন্ত লাগু থাকবে এই দফা। তবে এই দফায় দেশের আর্থিক ব্যবস্থা ও নাগরিক জীবনকে আনলক করতে উদ্যোগ নেবে স্বরাষ্ট্র মন্ত্রক। সেই মর্মে ইতিমধ্যে গাইডলাইন জারি করা হয়েছে। 

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত'-এ জোর দিলেন সতর্ক থাকার বিষয়ে। তিনি জানালেন, যেহেতু অর্থনীতির বিরাট অংশ উন্মুক্ত করা হয়েছে, তাই আরও সতর্ক হতে হবে সকলকে। শনিবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয় লকডাউনের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি লকডাউন আনলক করার ফেজ-১ বলেও বর্ণনা করা হয়। সমস্ত দোকান খুলে দেওয়া হয়েছে। রেল, সড়ক ও বিমান পরিষেবাও শুরু হয়েছে। মল, হোটেল, রেস্তোরাঁ, ধর্মীয় স্থান ৮ জুন থেকে খুলে দেওয়া হবে। সমস্ত নিষেধাজ্ঞাই এভাবে ধাপে ধাপে তুলে দেওয়া হবে বলেও সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Advertisement

প্রধানমন্ত্রী বলেন, ‘‘শেষবার যখন আমি কথা বলেছি‌লাম তখনও যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ ছিল। কিন্তু এখন সব নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ের বিষয়ে আমাদের অমনোযোগী হওয়া উচিত নয়। সামাজিক দূরত্ব ও অন্যান্য প্রোটোকলকে একই ভাবে মেনে চলতে হবে আমাদের।''

তিনি জানান, ভারত এই সংক্রান্ত বিষয়ে বহু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তিনি বলেন, ‘‘হ্যাঁ, আমরা বহু কম জনসংক্যার দেশের তুলনায় আমাদের দেশে করোনাকে নিয়ন্ত্রণ করতে অনেকাংশেই সফল হয়েছি।''

Advertisement
Advertisement