ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন এই চিঠিটিকে "সম্পূর্ণ জাল ও নকল" বলে উল্লেখ করেন
New Delhi: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে (Ranjan Gogoi) অযোধ্যা মামলা (Ayodhya Case) নিয়ে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi), বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রচারিত এই খবরের তীব্র নিন্দা করল ভারতীয় বিদেশ মন্ত্রক। এই সংক্রান্ত একটি জাল চিঠিও প্রচার করা হয় ওই সংবাদমাধ্য়ম গুলিতে। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার এক টুইট বার্তায় বলেন, "আমরা ইচ্ছাকৃতভাবে এই জাতীয় জাল এবং ভুল খবর ছড়িয়ে দেওয়ার জন্য, দুই সম্প্রদায়কে বিভক্ত করার চেষ্টা, বৈষম্য তৈরি করার চেষ্টা এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে বন্ধুত্বকে নষ্ট করার চেষ্টার পিছনে যাঁরা রয়েছেন তাঁদের প্রতি তীব্র নিন্দা জানাই।"
ভারতের আগামী প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট
রভীশ কুমার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের একটি বিবৃতি সংযুক্ত করেছেন এবং ওই চিঠিটিকে সম্পূর্ণ জাল ও ভুল খবর বলে উল্লেখ করেছেন।
রাহুল গান্ধিকে রাফাল মন্তব্যে সতর্ক করেই রেহাই দিল সুপ্রিম কোর্ট
"এটি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা এবং সামাজিক বৈষম্য তৈরি করার লক্ষ্যে ছড়ানো হয়েছে। যারা ইচ্ছাকৃতভাবে জনগণের ক্ষেত্রে ভারত সম্পর্কে ভুল ধারণা তৈরি করার জন্য জাল এবং ভুয়ো তথ্য প্রচার করছেন তাঁরা অত্যন্ত মারাত্মক ভুল করছেন", ভারতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়।