মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লকডাউনের নিয়ম ভাঙার অভিযোগ গেরুয়া শিবিরের।
হাইলাইটস
- রাজ্য সরকার করোনা আক্রান্তের সংখ্যায় বিকৃতি ঘটাচ্ছে বলে অভিযোগ বিজেপির
- মুখ্যমন্ত্রী সহ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে লকডাউনের নিয়ম ভাঙারও অভিযোগ
- শনিবার ভিডিও বৈঠকে রাজ্যের বিজেপি সাংসদদের অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে
নয়াদিল্লি: রাজ্যের তৃণমূল সরকার করোনা (Coronavirus) সঙ্কটের গুরুত্বকে লঘু করে দেখাতে চাইছে আক্রান্তের সংখ্যা কমিয়ে বলে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তাঁর দলীয় কর্মীরা নিয়মিতই লকডাউনের (Lockdown) নিয়ম ভাঙছেন। শনিবার রাজ্যের শাসক দলকে এমনই সব অভিযোগে বিদ্ধ করল বিজেপি (BJP)। একটি ভিডিও বৈঠকের মাধ্যমে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিজেপি সাংসদরা অভিযোগ জানালেন, তাঁদের জোর করে ঘরেই বন্দি রাখা হয়েছে। অথচ তৃণমূলের নেতানেত্রীরা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। ওই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। তিনি এবং সুকান্ত মজুমদারের মতো সাংসদরা অভিযোগ জানান, স্থানীয় প্রশাসন তাঁদের কোয়ারান্টাইনে থাকার বিজ্ঞপ্তি পাঠিয়েছে। এর ফলে তাঁরা আমজনতার কাছে পৌঁছে তাঁদের রেশন ও অন্যান্য ত্রাণসামগ্রী বণ্টনের কাজে সাহায্য করতে পারছেন না।
আগামী বছরেরর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি বারংবার কোভিড-১৯ পরিস্থিতি সামলাতে রাজ্যের শাসক দলের ব্যর্থতার অভিযোগ তুলেছে। অন্যদিকে তৃণমূলের পক্ষেও অভিযোগ আনা হয়েছে, তাদের কলঙ্কিত করতেই বিজেপি এভাবে তৃণমূলকে আক্রমণ করছে।
আইএমসিটি অর্থাৎ 'আই মাস্ট কজ ট্রাবল' কেন্দ্রীয় পরিদর্শক দলকে কটাক্ষ করে টুইট ডেরেকের
বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাজ্য সরকার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যায় বিকৃতি ঘটিয়েছে।
দেবশ্রী চৌধুরী বলেন, শুক্রবার কেন্দ্রীয় দলের চাপে রাজ্য আক্রান্তের সংখ্যায় পরিবর্তন ঘটিয়েছে। তিনি বলেন, বাস্তব পরিস্থিতি ও তৃণমূল সরকারের বক্তব্যের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে।
রাজ্যে করোনা চিকিৎসার হালচালে উদ্বিগ্ন কেন্দ্রীয় দল, মুখ্যসচিবকে দেওয়া হল চিঠি
বিজেপি বিধায়ক সব্যসাচী দত্ত অভিযোগ করেন, গোপনে করোনায় মৃত ব্যক্তিদের দেহ দাহ করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই লকডাউনের নিয়ম ভাঙছেন। পাশাপাশি তাঁর দাবি, রাজ্যে করোনা আক্রান্তের প্রকৃত সংখ্যা কত, তা কেউই জানে না।
বিজেপি সাংসদ সুভাষ সরকার বলেছেন, রাজ্য সরকার পর্যাপ্ত টেস্ট করতে পারেনি। পাশাপাশি করোনায় আক্রান্ত ও মৃতের সঠিক সংখ্যাও জানায়নি। বহু ক্ষেত্রেই করোনায় মৃতের মৃত্যুর কারণ হিসেবে অন্য কারণ দেখানো হয়েছে।
পাশাপাশি দলের আর এক সাংসদ অর্জুন সিংহর অভিযোগ, কেন্দ্রের দেওয়া রেশন সাধারণ মানুষের কাছে বিক্রি করছেন তৃণমূল কর্মীরা।