প্রণব মুখোপাধ্যায় জানালেন, সরকারের সমস্ত পলিসির উদ্দেশ্য শান্তি, সুখ এবং কল্যাণসাধনই হওয়া উচিত। (ফাইল চিত্র)
নাগপুর:
ভারত অর্থনৈতিক উন্নতির পথে এগোলেও বিশ্ব আনন্দ সূচকে কিন্তু অনেকটাই পিছিয়ে আছে- প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আজ জানালেন।
আরএসএস অনুষ্ঠানে গিয়ে শ্রী মুখার্জি নিজের মনোভাব প্রকাশ করতে গিয়ে বলেন, মানুষের জীবনের অভিজ্ঞতার সঙ্গে আনন্দের সম্পর্ক মৌলক।
“আমরা অর্থনৈতিক উন্নতির পথে এগিয়ে গেলেও, বিশ্ব আনন্দ সূচকে আমরা কিন্তু অনেক খারাপ ফল করেছি। 2018 সালের বিশ্ব আনন্দ রিপোর্টে মোট 156 টা দেশের মধ্যে আমরা 133 তম স্থান পেয়েছি।“ তিনি জানান।
প্রাচীন ভারতের অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব কৌটিল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রজার সুখেই রাজার সুখ। তিনি কখনওই নিজের সুখের জন্য কিছু করেননি। প্রজার জন্য যা কিছু ভাল, তিনি সেটাই করেছেন সর্বদা।
তিনি বলেন, সরকারের সমস্ত পলিসির উদ্দেশ্য শান্তি, সুখ এবং কল্যাণসাধনই হওয়া উচিত।
“শুধুমাত্র এইভাবেই একটা সমৃদ্ধ রাষ্ট্র তৈরি করা সম্ভব হবে, যেখানে স্বাভাবিকভাবেই জাতীয়তাবাদ প্রাধান্য পাবে”, তিনি ভারতীয় প্রেক্ষিতে ‘রাষ্ট্র, জাতীয়তাবাদ এবং দেশপ্রেম’ প্রসঙ্গে একথা বলেন।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)