Read in English
This Article is From Aug 07, 2019

“অবিস্মরণীয় নেত্রীর প্রয়াণে ভারত মর্মাহত”, প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মোদির

সম্প্রতি শরীর ভাল যাচ্ছিল না সুষমা স্বরাজের। যে কারণে, এবারের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেননি তিনি।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

মঙ্গলবার সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়ায় তাঁকে নয়াদিল্লির এইএমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইট করে তিনি লেখেন, অবিস্মরণীয় নেত্রীর প্রয়াণে ভারত শোকাহত। মঙ্গলবার রাতে নয়াদিল্লির এইএমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন প্রাক্তন বিদেশমন্ত্রী। প্রাক্তন বিদেশমন্ত্রীকে স্মরণ করে প্রধানমন্ত্রী মোদি ট্যুইট করেন, “ভারতীয় রাজনীতির একটি গৌরবময় অধ্যায়ের সমাপ্তি"। ট্যুইটে প্রধানমন্ত্রী মোদি লেখেন, “ভারত দুঃখিত এক অবস্মরণীয় নেত্রীর প্রয়াণে, যিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন মানুষের কাজে, এবং গরীব মানুষের জনজীবনকে আরও উন্নত করতে। সুষমা স্বরাজজী এমন এক ধরণের মানুষ ছিলেন, যিনি কোটি কোটি মানুষের কাছে ছিলেন, অনুপ্রেরণা”।

 প্রধানমন্ত্রী বলেন, সুষমা স্বরাজ ছিলেন একজন সুবক্তা এবং অসাধারণ সাংসদ। তিনি বলেন, “ তিনি দলের মধ্যে অত্যন্ত প্রশংসা এবং সম্মান পেয়েছেন। যখনই আদর্শ এবং বিজেপির স্বার্থের প্রসঙ্গ আসত, তিনি আপোষ করতেন না, দলের বৃদ্ধিতে তাঁর অনেক অবদান রয়েছে”। 

মঙ্গলবার সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়ায় তাঁকে নয়াদিল্লির এইএমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সম্প্রতি শরীর ভাল যাচ্ছিল না সুষমা স্বরাজের। যে কারণে, এবারের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেননি তিনি।

Advertisement