সমন্বয় সাধনের মাধ্যমে সেনার অভ্যন্তরে নিরাপত্তা দেওয়াই আইডিএসের কাজ।
হাইলাইটস
- সাইবার নিরাপত্তা আরও বাড়াতে উদ্যোগ নিচ্ছে সেনা বাহিনী
- ডিফেন্স সাইবার এজেন্সি নির্মাণের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে
- তিন বাহিনী থেকে সেরা অফিসারদের নিয়েই এই এজেন্সি তৈরি হচ্ছে
কলকাতা: সাইবার নিরাপত্তা আরও বাড়াতে উদ্যোগ নিচ্ছে সেনা বাহিনী। ডিফেন্স সাইবার এজেন্সি নির্মাণের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। আর্মি ডে উপলক্ষ্যে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে পূর্বাঞ্চলের সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল এম এম নারভানে এ কথাই জানিয়েছেন। ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের অধীনেই গোটা বিষয়টা করতে চাইছে সেনা। পূর্বাঞ্চলের সেনা প্রধান বলেন, সাইবার নিরাপত্তা দিতে বিশেষ এজেন্সি তৈরি করা হচ্ছে। স্থল, বায়ু এবং নৌ সেনা থেকে সেরা অফিসারদের নিয়েই এই এজেন্সি তৈরি হবে বলে তিনি জানান। তাঁর কথায় এই এজেন্সি বাহিনীর ভেতরেই কাজ করবে। সাইবার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিন্দুমাত্র সম্ভবনা থাকলেই তাঁরা ব্যবস্থা নেবে।
অলোক বার্মাকে নিয়ে বৈঠকটির সব তথ্য সামনে আনুন, মোদীকে চিঠি লিখলেন খাড়গে
সমন্বয় সাধনের মাধ্যমে সেনার অভ্যন্তরে নিরাপত্তা দেওয়াই আইডিএসের কাজ। তৈরি হতে চলা এই এজেন্সির কাজও তারাই দেখবে। একজন টু স্টার র্যাঙ্কের আধিকারিককে এই এজেন্সির দায়িত্ব দেওয়া হবে। আরা তাছাড়া দেশের একাধিক জায়গায় শাখা থাকবে এজেন্সির।
আধুনিক বিশ্বে তথ্য প্রযুক্তির সাহায্য ছাড়া কোনও কাজই করা যায় না। আর তাই সেনা বাহিনীকেও নানা ধরনের প্রযুক্তির সাহায্য নিতে হয়। আর সেখানেই বিপদের আশঙ্কা থাকে। দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত কোনও গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে গেলে মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে। এ ধরনের ঘটনা যাতে এড়ানো যায় তার জন্যই সাইবার এজেন্সি গড়ে তোলা হচ্ছে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)