রাজনাথ বলেন, এই মুহূর্তে এই দেশে বহু রোহিঙ্গা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন রাজ্যে।
নিউ দিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বুধবার রাজ্যসভাতে বলেন অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে বাংলাদেশের সঙ্গে কথা চলছে। যে যে রাজ্যে অবৈধভাবে বসবাস করছে রোহিঙ্গারা, সেই রাজ্যগুলি রিপোর্ট পাওয়ার পরেই এই প্রক্রিয়া শুরু হবে।
রাজ্যসভার ‘কোশ্চেন আওয়ার’-এ আনন্দ শর্মার একটি প্রশ্নের জবাবে রাজনাথ বলেন সংশ্লিষ্ট ব্যাপারটি নিয়ে ভারত ও বাংলাদেশের বিদেশমন্ত্রকের মধ্যে আলোচনা চলছে।
তিনি বলেন, এই মুহূর্তে এই দেশে বহু রোহিঙ্গা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন রাজ্যে। তাদের সনাক্তকরণ, মাথা গোনা এবং বায়োমেট্রিকের জন্য ইতিমধ্যেই একটি উপদেশ জারি করেছে কেন্দ্র।
“রাজ্যগুলিকে এটিও নিশ্চিত করতে বলা হয়েছিল যে, রোহিঙ্গারা যাতে কোনও নথিপত্র ছাড়াই রাজ্যের বাইরে যেতে পারে। যার ফলে ভবিষ্যতে নাগরিকত্ব দাবি করতে সমস্যায় না পড়তে হয়”, বলেন রাজনাথ। তিনি আরও বলেন, রাজ্যগুলির কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর তা বিদেশমন্ত্রকের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
“তারপর আমাদের বিদেশমন্ত্রী কথা বলবেন মায়ানমারের বিদেশমন্ত্রীর সঙ্গে। এবং, যদি প্রয়োজন হয়, তবে তিনি বাংলাদেশের বিদেশমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন। যাতে ভারতে এই মুহূর্তে বসবাসকারী রোহিঙ্গাদের দেশে ফেরানো যায়”, বলেন তিনি।
স্বরাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী কিরেন রিজ্জু বলেন রোহিঙ্গা ইস্যুর প্রেক্ষাপটটি সবাই জানেন।
তিনি বলেন, “আমরা মায়ানমার ও বাংলাদেশ সরকারের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। আমরা প্রত্যেকেই জানি, মায়ানমারের রাখিনে থেকে এসেছিল তারা। সেই কারণেই, ভারত সরকার এখন মায়ানমার সরকারের সঙ্গে কথা বলে এই মানুষগুলিকে তাদের নিজেদের দেশে ফিরিয়ে দিতে চাইছেন। আলোচনা চলছে। এর বেশি আমি আর এই মুহূর্তে কিছু বলতে পারব না”, বলেন কিরেন রিজ্জু।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)