This Article is From Aug 15, 2018

মোদীর ভাষণে স্বাস্থ্য ও মহাকাশ অভিযানের কথা, সতর্কবাণী ধর্ষকদেরও

আজ ভারতের বাহাত্তরতম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

মোদীর ভাষণে স্বাস্থ্য ও মহাকাশ অভিযানের কথা, সতর্কবাণী ধর্ষকদেরও

স্বাধীনতা দিবসের আগে লালকেল্লা জুড়ে কড়া নিরাপত্তা।

হাইলাইটস

  • PM Modi's fifth Independence Day speech from Red Fort today
  • He is likely to announce Ayushman Bharat scheme
  • Aims to provide Rs 5 lakh insurance to over 10 crore poor families
নিউ দিল্লি: আজ ভারতের বাহাত্তরতম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বছরের সাধারণ নির্বাচন আগে দেশের প্রধানমন্ত্রী হিসেবে এটিই ছিল তাঁর পঞ্চম তথা শেষ স্বাধীনতা দিবস-ভাষণ। বিশ্বের বৃহত্তম সরকারি তহবিল সমৃদ্ধ স্বাস্থ্য পরিষেবার কথা ঘোষণা করেছেন তিনি। যার নাম- আয়ুষ্মান-ভারত জাতীয় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। কয়েকটি রাজ্যে আগামী সেপ্টেম্বরের শেষাশেষি এটি জরুরি ভিত্তিতে শুরু করা হবে। আয়ুষ্মান ভারতকে ‘মোদীকেয়ার’ হিসেবেও অভিহিত করা হচ্ছে বলে জানিয়েছে সূত্র। প্রতি পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা স্বাস্থ্যবীমার মাধ্যমে মোট 10 কোটি দরিদ্র পরিবার এই প্রকল্পের সুবিধা পাবে বলে জানা গিয়েছে। জাতির উদ্দেশে ভাষণে মোদী বলেন, "আমাদের দেশের পুত্র ও কন্যারা হাতে তেরঙা নিয়ে পৌঁছে যাবে মহাকাশে"। তিনি আরও বলেন, "আমাদের কাছে দলের স্বার্থের থেকেও দেশের স্বার্থ সবার আগে"।

এই বিষয়ে 10’টি জ্ঞাতব্য তথ্যঃ

.

  1. “আজ লালকেল্লায় দাঁড়িয়ে আমি দেশবাসীকে একটি সুখবর দিতে চাই”। বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত চিরকালই মহাকাশ বিজ্ঞানে উন্নত ছিল। তবে, আমরা স্থির করেছি, 2022 সালে দেশের স্বাধীনতা দিবসের পঁচাত্তর বছর পূর্ণ হওয়ার আগেই এই ভারতে একজন পুত্র বা কন্যা হাতে তেরঙ্গা নিয়ে মহাকাশে পৌঁছাবেই”।

  2. “মহাকাশে মানুষ পাঠাবে, এমন দেশ হিসেবে ভারত হবে চতুর্থ। এই প্রকল্পের জন্য আমি আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের”।

  

  1. এখনও এই প্রকল্পে নাম লেখায়নি যে দশটি রাজ্য, তারা হল- ওড়িশা, পাঞ্জাব, দিল্লি, কর্ণাটক, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং কেরালা। এছাড়া, রাজস্থান মহারাষ্ট্র, গোয়ার মতো বিজেপি শাসিত রাজ্যগুলিও নথিভুক্ত করায়নি নিজেদের নাম।

  2. দশটার মধ্যে সাতটি রাজ্য এই প্রকল্পে স্বাক্ষর করেনি।

 

  1. এই প্রকল্পের জন্য কেন্দ্রের বরাদ্দ প্রায় দশ হাজার কোটি টাকা।

  2. তাঁর স্বাধীনতা দিবসের ভাষণের জন্য সাধারণ মানুষের থেকে আইডিয়া চান মোদি। গত তিন বছরের মতোই।

  3. লাল কেল্লায় কড়া নিরাপত্তা।

  4. রাজধানীতে দিল্লি পুলিশের সত্তর হাজার কর্মী প্রবলভাবে সক্রিয় হয়ে উঠেছে। লালকেল্লাতে রয়েছে দশ হাজার পুলিশকর্মী।

  5. লালকেল্লা যাওয়ার রাস্তায় পাঁচশোটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। দুশোটি ক্যামেরা রয়েছে কেল্লাতে।

 

  1. লালকেল্লায় রয়েছে এনএসজি’র বিশেষ স্নাইপার ও কম্যান্ডাররা। ড্রোন বা প্রজেক্টাইলের মতো বস্তুকে রোখার জন্য তাদের কাছে রয়েছে অ্যান্টি-এয়ারক্রাফট গান।

 

.

.

 



Post a comment
.