This Article is From Aug 15, 2018

''দরিদ্রদের জন্য স্বাস্হ্য যোজনা 25 সেপ্টেম্বর থেকে লঞ্চ হবে'' জানিয়েছেন প্রধানমন্ত্রী

বিশ্বের বৃহত্তম সরকারি তহবিল সমৃদ্ধ স্বাস্থ্য পরিষেবার কথা ঘোষণা করতে চলেছেন তিনি। যার নাম- আয়ুষ্মান-ভারত জাতীয় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প।

''দরিদ্রদের জন্য স্বাস্হ্য যোজনা 25 সেপ্টেম্বর থেকে লঞ্চ হবে'' জানিয়েছেন প্রধানমন্ত্রী

India Independence Day 2018: প্র্রতি বছরের মতো এই বছরও শুরু হয়েছে প্রধানমন্ত্রীর ভাষণ

নিউ দিল্লি:

 আজ ভারতের বাহাত্তরতম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বছরের সাধারণ নির্বাচন আগে দেশের প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর পঞ্চম তথা শেষ স্বাধীনতা দিবস-ভাষণ। বিশ্বের বৃহত্তম সরকারি তহবিল সমৃদ্ধ স্বাস্থ্য পরিষেবার কথা ঘোষণা করতে চলেছেন তিনি। যার নাম- আয়ুষ্মান-ভারত জাতীয় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। কয়েকটি রাজ্যে আগামী সেপ্টেম্বরের শেষাশেষি এটি জরুরি ভিত্তিতে শুরু করা হবে। আয়ুষ্মান ভারতকে ‘মোদীকেয়ার’ হিসেবেও অভিহিত করা হচ্ছে বলে জানিয়েছে সূত্র। প্রতি পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা স্বাস্থ্যবীমার মাধ্যমে মোট 10 কোটি দরিদ্র পরিবার এই প্রকল্পের সুবিধা পাবে বলে জানা গিয়েছে।

Here are the live updates on Independence Day 2018 :

 

Aug 15, 2018 08:41 (IST)
Aug 15, 2018 08:40 (IST)
 আমেরিকা, কানাডা ও ম্যাকসিত যত মানুষ বাস করেন সেই সমান ভারতীয় আয়ুষ্মান ভারতের থেকে লাভবান হবেন
Aug 15, 2018 08:38 (IST)
''5 কোটি মানুষের দরিদ্র্যতা দূর করা সম্ভব হয়েছে'': প্রধান মন্ত্রী মোদী 
Aug 15, 2018 08:36 (IST)
প্রধানমন্ত্রী মোদী বলেছেন আয়ুষ্মান ভারত পরিকল্পনায় সম্পূর্ণ ইউরোপের জনসংখ্যার সমান ভারতের লোক অন্তর্ভুক্ত হবেন, আমি কিভাবে গরিবদের দৃঢ় করে তোলা যায় সেই পরিকল্পনায় করছি

Aug 15, 2018 08:23 (IST)
Aug 15, 2018 08:22 (IST)
"2022  সালে দেশের স্বাধীনতা দিবসের পঁচাত্তর বছর পূর্ণ হবে। তার মধ্যে অথবা তার আগেই, দেশের কোনও পুত্র বা কন্যা তেরঙ্গা নিয়ে পৌঁছে যাবে মহাকাশে", বলেন মোদী।
Aug 15, 2018 08:22 (IST)
 "দেশের বিজ্ঞানীরা ভারতমাতার মুখ উজ্জ্বল করেছে। একসঙ্গে একশোটি উপগ্রহ উৎক্ষেপণ করছি আমরা। মঙ্গল অভিযানের জন্য উপগ্রহ পাঠাচ্ছি। এ এক বিরাট সাফল্য"।
Aug 15, 2018 08:20 (IST)

আমরা মাখনের ওপর নয়, পাথরের ওপর আচঁড় কাটতে চাই
Aug 15, 2018 08:16 (IST)
 "গোটা বিশ্বে আগে আমাদের দেশের বিদ্যুৎ সহ অন্যান্য ব্যবস্থা নিয়ে হাসাহাসি হত। এখন তাঁরা বলছেন, ঘুমন্ত হাতি জেগে উঠেছে। তাঁরা বুঝতে পারছেন, ভারত এগিয়ে আসছে"।
Aug 15, 2018 08:14 (IST)
 আগে ব্যবসায়ীরা বলত রেড টেপের কথা, এখন বলে রেড কার্পেটের কথাঃ প্রধানমন্ত্রী

চার বছর আগে যে অর্থনীতিবিদরা বলেছিলেন, ভারতের অর্থনীতি সংকটের মুখোমুখি, তাঁরাই আজ দু'হাত তুলে প্রশংসা করছেন।

ওই একই মানুষগুলো আজ সংস্কার নিয়ে কথা বলছেন। প্রশংসা করছেন।

শিল্পপতিরা আগে রেড টেপের কথা বলতেন। এখন বলেন রেড কার্পেটের কথা।

আগে তাঁরা বলতেন নীতিগতভাবে ধুঁকছি আমরা। এখন বলেন সংস্কার ও সংশোধনের পর এগিয়ে চলেছি আমরা।
Aug 15, 2018 08:08 (IST)
জিএসটি নিয়ে প্রধানমন্ত্রী:- লক্ষ্য পরিষ্কার না থাকলে কোথাও পৌঁছানো যায় না। জিএসটি নিয়ে প্রাথমিকভাবে কিছু সংশয় ছিল। বাধা ছিল। কিন্তু তা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে আমাদের দেশের কোনও সমস্যাই হয়নি।
Aug 15, 2018 08:06 (IST)
 "দ্বিগুণের বেশি রাস্তা তৈরি হচ্ছে। চার গুণের বেশি বাড়ি তৈরি হচ্ছে। রেকর্ড-সংখ্যক মোবাইল প্রস্তুত করা হচ্ছে"।

Aug 15, 2018 08:04 (IST)
সরকারের কাজ নিয়ে বললেন মোদী:

শৌচালয়ের কথাই যদি বলি, আমরা দু'হাজার তেরো সালের গতিতে থাকলে,  আরও একশো বছর লেগে যেত এই কাজ করতে।

কয়েক দশক লেগে যেত গ্রামে গ্রামে বিদ্যুৎ আনতে।

একশো বছর লেগে যেত গরীব মায়েদের কাছে গ্যাসের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য।
Aug 15, 2018 07:59 (IST)
আগামী বছর বৈশাখীর সময় জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রয়াতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবেঃ মোদী।

Aug 15, 2018 07:57 (IST)
Aug 15, 2018 07:56 (IST)
আমি তাঁদের প্রত্যেককে স্যালুট জানাচ্ছি, যাঁরা পুলিশ, সেনা ও অন্যান্য নিরাপত্তা পরিষেবার সঙ্গে যুক্ত থাকা পরিজনদের হারিয়ে ফেলেও লড়াইটা চালিয়ে গিয়েছেন। বলেন মোদী।
Aug 15, 2018 07:54 (IST)
 বর্ষায় দেশের বহু প্রান্ত সুজলাং সুফলাং হলেও অনেকাংশই বন্যার কবলে পড়েছে।  বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য আমার সমবেদনা রইল। বললেন মোদী।
Aug 15, 2018 07:53 (IST)
"এমন এক সময় স্বাধীনতা দিবস পালন করছি, যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রতিটি ভারতীয় বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির সঙ্গে যুক্ত থাকার জন্য গর্বিত", বলেন মোদী।
Aug 15, 2018 07:53 (IST)
আজ সকালে দেশবাসীর উদ্দেশ্যে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Aug 15, 2018 07:51 (IST)
প্রধানমন্ত্রী মোদীর ভাষণ:-

দেশের সকল নাগরিককে জানাই বাহাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

ভারত এখন নতুন আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলতে চলতে নতুন উচ্চতা স্পর্শ করে ফেলছে।

আজকের এই সকাল নতুন শক্তি ও তারুণ্যের সকাল।

আমরা এমন সময় স্বাধীনতা দিবস উদযাপন করছি যখন দেশের মেয়েরা সাত সমুদ্র পার করে ফেলছে নিজেদের দক্ষতায়।
Aug 15, 2018 07:50 (IST)

আজ সকালে লাল কেল্লা আসার আগে প্ৰধানমন্ত্ৰী মোদী রাজঘাট গেছিলেন মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা অর্পণ করার জন্য
Aug 15, 2018 07:48 (IST)
কড়া নিরাপত্তা গোটা লালকেল্লা জুড়ে। পুলিশের সঙ্গেই সোয়াট ও এনএসজি কম্যান্ডাররা হাজির।
Aug 15, 2018 07:48 (IST)
জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় পতাকা উত্তোলনের পর শুরু হল জাতীয় সঙ্গীত
Aug 15, 2018 07:47 (IST)
 



জাতীয় পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী
Aug 15, 2018 07:45 (IST)
  কড়া নিরাপত্তা গোটা লালকেল্লা জুড়ে। পুলিশের সঙ্গেই সোয়াট ও এনএসজি কম্যান্ডাররা হাজির।
Aug 15, 2018 07:44 (IST)

দেখুন ভারতের বিখ্যাত স্থান লালা কেল্লা, যেখান থেকে প্রধান মন্ত্রীর ভাষণ শুরু হয়েছে
.