This Article is From Feb 25, 2019

পরমাণু অস্ত্রের ব্যবহারে অনিচ্ছুক ভারত, বললেন মনমোহন সিংহ

তিনি এই কথাও বলেন, গত ৭০ বছরে পরমাণু বিজ্ঞান এবং তার কারিগরি প্রচুর উন্নতি করেছে। এখন তার ব্যবহারও অনেক সহজেই করা যায়।

পরমাণু অস্ত্রের ব্যবহারে অনিচ্ছুক ভারত, বললেন মনমোহন সিংহ

"পারমাণবিক বোমা নিয়ে ভারতের চিন্তাধারা বাকি দেশগুলোর তুলনায় স্বতন্ত্র": মনমোহন সিংহ

নিউ দিল্লি:

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সোমবার বলেন, ভারতের কাছে পারমাণবিক অস্ত্র আছে ঠিকই। তবে, তা  ব্যবহারে এই দেশ অনিচ্ছুক। প্রাক্তন কূটনীতিবিদ রাকেশ সুদের লেখা অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের বই 'নিউক্লিয়ার অর্ডার ইন দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি' বইটি প্রকাশ করার সময় মনমোহন সিংহ এই কথা বলেন। তিনি বলেন, "ভারত হল একমাত্র দেশ যার কাছে বিস্তৃত এবং অগ্রগণ্য শান্তিপূর্ণ পারমাণবিক প্রকল্প রয়েছে। নিরাপত্তা সংক্রান্ত হুমকির সঙ্গে লড়াই করার জন্য আমাদের কাছে অস্ত্র থাকলেও তার কারিগরি দক্ষতা আরও বাড়িয়ে তাকে অন্য কাজে লাগানোর চিন্তাভাবনা করা হয়। যে কারণে পারমাণবিক বোম নিয়ে ভারতের চিন্তাধারা বাকি দেশগুলোর তুলনায় স্বতন্ত্র"।

শান্তি স্থাপনের সুযোগ দিন, মোদীর চ্যালেঞ্জের পর বার্তা দিলেন ইমরান

তিনি এই কথাও বলেন, গত ৭০ বছরে পরমাণু বিজ্ঞান এবং তার কারিগরি প্রচুর উন্নতি করেছে। এখন তার ব্যবহারও অনেক সহজেই করা যায়।

"বহু নেতাই এই কথা জানেন এবং বিশ্বাস করেন যে, এর ফলে প্রভূত অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে। এর ফলে এমন অবস্থাও সৃষ্টি হতে পারে, যা ১৯৪৫ সালের পর বিশ্ব দেখেনি। বহুমাত্রিকতা এখন বিশ্ব অর্থনীতির কাছে জরুরি আলোচনার বিষয়। এবং, বিশ্ব রাজনীতি ও কূটনীতিতেও তার প্রভাব অস্বীকার করা যায় না", বলেন মনমোহন সিংহ।

.