Coronavirus Outbreak: চিন থেকেই বিশ্বের বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে
হাইলাইটস
- চিন থেকে বর্তমানে এ দেশে কোনও চিনা নাগরিক বা অন্য বিদেশি আসতে পারবেন না
- এক বিবৃতি জারি করে স্পষ্ট জানাল ভারতীয় দূতাবাস
- করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতেই ওই পদক্ষেপ
নয়া দিল্লি: চিন থেকে এদেশে আসার জন্যে ভিসা থাকলেও তা এখন "বৈধ নয়" বলে চিন সহ অন্যান্য বিদেশি নাগরিকদের জন্যে বিবৃতি জারি করল ভারত, করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ রোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। চিনে ক্রমশই করোনা ভাইরাস মহামারী (Coronavirus Outbreak) রূপে দেখা দিচ্ছে। ইতিমধ্যেই সে দেশে সরকারি হিসাব অনুযায়ী ৪০০-রও বেশি মানুষ মারা গেছেন ওই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে। এই পরিস্থিতিতে কোনও রকম কোনও ঝুঁকি নিতে চায় না ভারত। তাই চিন থেকে এ দেশে আসার জন্যে দেওয়া সমস্ত ভিসা আপাতত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক।
"এটি স্পষ্ট করে জানানো হচ্ছে যে বিদ্যমান ভিসা আর বৈধ নয়। এ বিষয়ে কোনও প্রশ্ন থাকলে উৎসুক ব্যক্তিরা বেজিংয়ে থাকা ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন (visa.beijing@mea.gov.in) অথবা সাংহাইয়ের ভারতীয় দূতাবাসের সঙ্গে (Ccons.shanghai@mea.gov.in) বা গুয়াংঝোউ (Visa.guangzhou@mea.gov.in) তে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে নতুন ভিসার জন্যে কী বা কখন আবেদন করতে পারবেন সে বিষয়ে খোঁজ নিতে পারেন", টুইটে করে জানাল বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস (Indian Embassy)।
"যাঁরা ইতিমধ্যেই ভারতে রয়েছেন (নিয়মিত বা ই-ভিসা নিয়ে) এবং যাঁরা ১৫ জানুয়ারির পর চিন সফর করে এ দেশে ফিরেছেন তাঁদের সবাইকে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে (+91-11-23978046 এবং ইমেল করতে অনুরোধ করা হচ্ছে এই ইমেল আইডিতে: ncov2019@gmail.com)", আরও একটি টুইটে একথা জানায় ভারতীয় দূতাবাস।