This Article is From Sep 21, 2018

Asia Cup Live: রোহিতের ব্যাটিং বিক্রমে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সহজ 7 উইকেটে জয়

Live Score, Asia Cup 2018, India vs Bangladesh Super Four Match: মূলত রোহিতের ব্যাটিংয়ের ওপর ভর করেই ভারত আজ বাংলাদেশের বিরুদ্ধে 7 উইকেটে আরো একটি সহজ জয় পেলো।

Asia Cup Live: রোহিতের ব্যাটিং বিক্রমে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সহজ 7 উইকেটে জয়

Asia Cup 2018, India vs Bangladesh : বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সহজ জয়

টসের সময় রোহিতের আজ প্রথম ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত ছিল সঠিক। এবং অধিনায়ক নিজেই আজ আবার স্বমহিমায় দাপট দেখালেন দুবাইয়ে। এশিয়া কাপের প্রতিটি ম্যাচেই রোহিত শর্মা (83 অপরাজিত) ব্যাটিংকে খুব সহজ একটি বিষয়ে নিয়ে এসেছেন। এবং মূলত রোহিতের ব্যাটিংয়ের ওপর ভর করেই ভারত আজ বাংলাদেশের বিরুদ্ধে 7 উইকেটে আরো একটি সহজ জয় পেলো। এই ম্যাচে আজ রবীন্দ্ৰ জাদেজা 15 মাস পর একদিনের দলে ফিরে আসার পর যেভাবে সমালোচকদের জবাব দিলেন যে আগামীদিনে দিনে এশিয়া কাপের বাকি ম্যাচে তাকে দলে না রাখলে সকলে অবাক হবেই। 

অন্যদিকে আফগানিস্তানের সাথে লজ্জার পরাজয়ের পর আজ আবার  বাংলাদেশ ব্যাটিংয়ে ভরাডুবি গেলো! গোটা টিমের ব্যাটিং আজ ঠিক মতো করে ক্রিজে টিকতেই পারলো না।  এক কথায় ভারতের বোলিংয়ের কাছে আত্মসমর্পণ করলো শাকিবরা। টসে জিতে রোহিত শর্মা আজ প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয়।  আর হার্দিক পান্ডেয়ার চোটে বর পেলেন রবীন্দ্র জাদেজা! এখন প্রশ্ন হলো এই ধরণের কামব্যাক শেষ কবে দেখেছে টিম ইন্ডিয়া? 15 মাস পর টিম ইন্ডিয়ার নীল জার্সি আবার ফিরে মাঠে নামলেন জাদেজা। আর 4টি মূল্যবান উইকেটে গোটা বাংলাদেশ ব্যাটিং ধস নামিয়ে দিলেন তিনি। শেষের দিকে যদিও মেহেন্দি হাসান বেশ কয়েকটি চার ছয় দিয়ে বাংলাদেশকে লজ্জার হাত থেকে রেহাই দিয়েছে।  আর তাকে যোগ্য সঙ্গত দিয়েছে অধিনায়ক মাশরাফি মোর্তাজা। জাদেজা ছাড়াও আজ আবার ভালো বল করলেন চোট থেকে ফিরে আসা ভুবনেশ্বর কুমার। আজ তিনি আর বুমরাহ দুই জনই তিনটি করে উইকেট পেলেন। এখন 174 রান ভারত কি পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে সহজে তুলেছিল সেইভাবেই কি করে দেখাবে? ইনিংস বিরতির পরই পাওয়া যাবে সব উত্তর। 

  এরপর সুপার ফোরে রোহিত শর্মারা পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন আগামীকাল। এই পর্বে টিম ইন্ডিয়ার শেষ ম্যাচ আফগানদের বিরুদ্ধে মঙ্গলবার। ভারতের তিনটি ম্যাচই দুবাইয়ে।  শুক্রবার বাংলাদেশের পর সুপার ফোরে রোহিত শর্মারা পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন রবিবার। এই পর্বে টিম ইন্ডিয়ার শেষ ম্যাচ আফগানদের বিরুদ্ধে মঙ্গলবার। ভারতের তিনটি ম্যাচই দুবাইয়ে।   

 

 

Sep 21, 2018 23:46 (IST)
রোহিতের ব্যাটিং বিক্রমে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সহজ 7 উইকেটে জয়

Sep 21, 2018 23:23 (IST)
জয়ের জন্য প্রয়োজন মাত্র 15 রান 
Sep 21, 2018 23:23 (IST)
32 ওভারের শেষে ভারতের রান 159/2
Sep 21, 2018 23:21 (IST)
ধোনির একটা স্ট্রেট ড্রাইভ 4 দেখে মাঠের দর্শকরা আনন্দে আত্মহারা 
Sep 21, 2018 23:18 (IST)
31 ওভারের শেষে ভারতের রান 146/2
Sep 21, 2018 22:56 (IST)
রোহিতের অর্ধশতরানে সুবিধাজনক জায়গায় ভারত
Sep 21, 2018 22:49 (IST)
ব্যাটিং করতে এলেন এবার মহেন্দ্র সিং ধোনি 
Sep 21, 2018 22:47 (IST)
13 রান করে ফিরে গেলেন অম্বাতি রাইডু 
Sep 21, 2018 22:40 (IST)
আবার 6! আবার অর্ধশতরান পূর্ণ করলেন অধিনায়ক রোহিত শর্মা 
Sep 21, 2018 22:38 (IST)
22 ওভারের শেষে ভারতের রান 97/1
Sep 21, 2018 22:31 (IST)
20 ওভারের শেষে ভারতের রান 89/1
Sep 21, 2018 22:20 (IST)
বোলিং করতে এসেছেন মেহেন্দি হাসান
Sep 21, 2018 22:18 (IST)
6! শাকিবের বল গ্যালারির দ্বিতীয় টায়ারে পাঠালেন রোহিত শর্মা 
Sep 21, 2018 22:17 (IST)
16 ওভারের শেষে ভারতের রান 68/1
Sep 21, 2018 22:14 (IST)
জয়ের জন্য ভারতের প্রয়োজন মাত্র 110 রান 
Sep 21, 2018 22:14 (IST)
ব্যাটিং করতে এলেন অম্বাতি রাইডু 
Sep 21, 2018 22:13 (IST)
রিভিউ চাইলে হয়তো শিখর ধাওয়ান নট আউট থাকতেন। 
Sep 21, 2018 22:10 (IST)
ধাওয়ান 40(47) আউট! শাকিবের বলে এলবিডাবলু
Sep 21, 2018 22:07 (IST)
আবার রোহিত ধাওয়ানের যুগলবন্দীতে লক্ষ্যের কাছাকাছি ভারত
Sep 21, 2018 22:06 (IST)
13 ওভারের শেষে ভারতের স্কোর 59/0
Sep 21, 2018 22:04 (IST)
Sep 21, 2018 20:59 (IST)
Sep 21, 2018 20:37 (IST)
বাংলাদেশের ইনিংসের পরিসমাপ্তি! এবার মুজতাফিজুর ! 173 রানে অল আউট বাংলাদেশ 
Sep 21, 2018 20:30 (IST)
Sep 21, 2018 20:29 (IST)
বাংলাদেশ এখন 169/9
Sep 21, 2018 20:28 (IST)
এবার মেহেন্দি হাসান  42(50 আউট! বুমরাহ বলে উইকেট হারিয়ে ফিরছেন মেহেন্দি 
Sep 21, 2018 20:24 (IST)
এবার মাশরাফি26(32) আউট! দুইটি ছয় মারার পর ক্যাচ আউট হলেন মোর্তাজা 
Sep 21, 2018 20:22 (IST)
এবার মাশরাফির ব্যাট থেকে এলো দুটি বড় 6!
Sep 21, 2018 20:17 (IST)
বাংলাদেশের 150 রান পূর্ণ
Sep 21, 2018 20:10 (IST)
44 ওভারের শেষে বাংলাদেশের স্কোর 148/7
Sep 21, 2018 20:06 (IST)
43 ওভারের শেষে বাংলাদেশের স্কোর 144/7
Sep 21, 2018 20:04 (IST)
আবার  6! মেহেন্দি হাসানের ব্যাট আজ জ্বলে উঠেছে
Sep 21, 2018 20:00 (IST)
42 ওভারের শেষে বাংলাদেশের স্কোর 133/7
Sep 21, 2018 19:52 (IST)
এবার 6! মেহেন্দি হাসানের ব্যাট থেকে একের পর এক দারুন শট উপহার পাচ্ছে দুবাইয়ের স্টেডিয়াম  
Sep 21, 2018 19:45 (IST)
বোলিংয়ে ফিরলেন চাহল
Sep 21, 2018 19:40 (IST)
মেহেন্দি হাসানের চালাকি কাটে আবার চার ! স্লিপের ওপর দিয়ে চলে গেল বল মাঠের ওপারে 
Sep 21, 2018 19:37 (IST)
মেহেন্দি হাসানের ব্যাট থেকে এলো একটা চার 
Sep 21, 2018 19:33 (IST)
মাত্র 102 রানে বাংলাদেশের 7 উইকেট হারিয়ে ফেলেছে 
Sep 21, 2018 19:32 (IST)
মাশরাফি আর মেহেন্দি হাসান এখন ব্যাটিং করছে 
Sep 21, 2018 19:29 (IST)
আবার জাদেজা! চার উইকেট নিয়ে ফেললেন তিনি। এবার মোসাদ্দেক 12(43) ধরা দিলেন ধোনির দস্তানায় 
Sep 21, 2018 19:26 (IST)
33 ওভারের শেষে বাংলাদেশের স্কোর 101/6
Sep 21, 2018 19:23 (IST)
বাংলাদেশের কোনো রিভিউ নেই ! ফলে মামাদুল্লা যথেষ্ট আশাহত হয়ে মাঠ ছাড়ছেন 
Sep 21, 2018 19:23 (IST)
আউট! আবার ভুবনেশ্বর কুমার ! মামাদুল্লা এলবিডাবলু 25(51)
Sep 21, 2018 19:21 (IST)
বোলিং অ্যাটাকে এবার ভুবনেশ্বর কুমার
Sep 21, 2018 19:15 (IST)
31 ওভারের এসে বাংলাদেশের স্কোর 99/5
Sep 21, 2018 19:09 (IST)
বোলিং অ্যাটাকে আবার জাসপ্রিত বুমরাহ
Sep 21, 2018 19:08 (IST)
29 ওভারের এসে বাংলাদেশের স্কোর  87/5
Sep 21, 2018 18:44 (IST)
23 ওভারের এসে বাংলাদেশের স্কোর 75/5
Sep 21, 2018 18:41 (IST)
22 ওভারের এসে বাংলাদেশের স্কোর 74/5
Sep 21, 2018 18:31 (IST)
মুশফিকুর রাহিম রিভার্স সুইপ করতে গিয়ে চহলে হাতে ধরা পড়লেন! বাংলাদেশ অর্ধেক টিম এখন প্যাভিলিয়নে
Sep 21, 2018 18:30 (IST)
মুশফিকুর রাহিমকে আউট করলেন জাদেজা! এইভাবেও ফিরে আসা যায়? তিন উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা বাংলাদেশ 65/5 
Sep 21, 2018 18:28 (IST)
ফিরে এসে জ্বলে উঠেছে জাদেজা, পাঁচ উইকেট হারিয়ে বেকায়দায় বাংলাদেশ

Sep 21, 2018 18:23 (IST)
রেহাই পেলেন মুশফিকর! নট আউট 
Sep 21, 2018 18:23 (IST)
মুশফিকর রহমানের পা কি ক্রিজের বাইরে না লাইনে বোঝা সত্যিই যাচ্ছে না! বেনিফিট পেতে পারে ব্যাট্সম্যান
Sep 21, 2018 18:22 (IST)
মুশফিকর রহমানকে স্ট্যাম্প আউট রিভিউ করছে থার্ড আম্পায়ার 

Sep 21, 2018 18:20 (IST)
স্ট্যাম্প আউট? থার্ড আম্পায়ার কি বলছে ? 
Sep 21, 2018 18:20 (IST)
14 মাস পর একদিনের ক্রিকেটে ফিরে এসে জাদেজা রীতিমতো এই মুহূর্তে বাংলাদেশের ব্যাটিংকে শাসন করছেন 
Sep 21, 2018 18:18 (IST)
জাদেজা একদিনের ক্রিকেটে ফিরেই দুই উইকেট নিয়ে সকলকে চমকে দিলো 
Sep 21, 2018 18:17 (IST)
রিভিউ হারালো বাংলাদেশ! ফিরে যেতে হবে মিঠুনকে 9(19)
Sep 21, 2018 18:15 (IST)
আউট! মিঠুনকে এলবিডাবলু আউট করলেন ! জাদেজা! রিভিউ চাইলো বাংলাদেশ
Sep 21, 2018 18:10 (IST)
এখন জলপান বিরতি 
Sep 21, 2018 18:10 (IST)
15 ওভারের এসে বাংলাদেশের স্কোর 59/3
Sep 21, 2018 18:07 (IST)
চার! জাদেজার বলে থার্ড ম্যানে বল পাঠালেন মিঠুন ! 14 ওভারের এসে বাংলাদেশের স্কোর 56/3

Sep 21, 2018 18:06 (IST)
ত্রিমুখী স্পিন আক্রমণ নিয়ে এখন বাংলাদেশের ব্যাটিংকে প্রায় শিথিল করেছে রেখেছে ভারত
Sep 21, 2018 18:04 (IST)
13 ওভারের এসে বাংলাদেশের স্কোর 52/3
Sep 21, 2018 17:55 (IST)
বোলিং করতে এলেন এবার কুলদীপ যাদব! ভারত আজ তিন স্পিনার নিয়ে নেমেছে আক্রমণে 
Sep 21, 2018 17:51 (IST)
আউট! সাকিব আউট! জাদেজার প্রথম ওভারের দুটি চার মেরেই নিজের উইকেট ছুঁড়ে দিলেন সাকিব আল হাসান 17(12
Sep 21, 2018 17:50 (IST)
আবার চার  শাকিবের ব্যাট থেকে!  এবার  ডিপ স্কোয়ার লেগ 
Sep 21, 2018 17:49 (IST)
চার এলো এবার শাকিবের ব্যাট থেকে! ডিপ এক্সট্রা কভারে 
Sep 21, 2018 17:47 (IST)
অনেক দিন পর আবার এক দিনের ক্রিকেটে ফিরলেন জাদেজা! করলেন প্রথম ওভার 
Sep 21, 2018 17:43 (IST)
বোলিংয়ে এলেন এবার চাহল
Sep 21, 2018 17:41 (IST)
উইকেটের পিছনে আবার ক্যাচ মিস করলেন মহেন্দ্র সিং ধোনি।  মুশফিকরের ক্যাচ মিস কি ভারতকে এবার চাপে ফেলবে কিনা এখন সেটাই দেখার  
Sep 21, 2018 17:36 (IST)
7 ওভারের এসে বাংলাদেশের স্কোর 21/2
Sep 21, 2018 17:32 (IST)
6 ওভারের এসে বাংলাদেশের স্কোর 21/2
Sep 21, 2018 17:30 (IST)
এই মুহূর্তে ব্যাটিং করতে এসেছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকর রহমান
Sep 21, 2018 17:27 (IST)
আউট! এবার বুমরাহ ! এবার স্লিপে হোসেন শান্ত  7(14) ধরা দিলেন ধাওয়ানের হাতে 
Sep 21, 2018 17:25 (IST)
5 ওভারের এসে বাংলাদেশের স্কোর 16/1
Sep 21, 2018 17:23 (IST)
ভুবির বাউন্সারকে পুল করতে গিয়েই লিটন নিজের উইকেট হারালো। ব্যাটিং করতে এসেছেন এখন বাংলাদেশের স্টার অল রাউন্ডার শাকিব আল হাসান
Sep 21, 2018 17:22 (IST)
আউট! আবার ভুবনেশ্বর কুমার ভারতের হয়ে প্রথম উইকেটের এনে দিলেন। লিটন দাসের 7(16) হাই ক্যাচ নিলেন কেদার যাদব 
Sep 21, 2018 17:19 (IST)
4 ওভারের এসে বাংলাদেশের স্কোর 14/0
Sep 21, 2018 17:17 (IST)
বাংলাদেশের প্রথম চার এলো লিটনের ব্যাট থেকে
Sep 21, 2018 17:17 (IST)
ভারত  স্কোয়াড 

রোহিত, ধাওয়ান, রাইডু, কার্তিক, ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, জাসপ্রিত বুমরাহ
Sep 21, 2018 17:13 (IST)
বাংলাদেশ স্কোয়াড 

লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব, মুশফিকুর, মিঠুন, মামাদুল্লা, মোসাদ্দেক, মেহেন্দি হাসান, মাশরাফি মোর্তাজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান
Sep 21, 2018 17:06 (IST)
দ্বিতীয় ওভার করতে এলেন জাসপ্রিত বুমরাহ
Sep 21, 2018 17:06 (IST)
প্রথম ওভারের শেষে বাংলাদেশের স্কোর 4/0
Sep 21, 2018 17:01 (IST)
প্রথম ওভার বোলিং করতে এলেন আগের দিনের ম্যাচের হিরো ভুবনেশ্বর কুমার
.