Asia Cup Final Highlights:: ভারত বাংলাদেশকে আবার ফাইনালে পরাজিত করলো
Asia Cup Final Highlights:: মহেন্দ্র সিং ধোনির খারাপ সময়ে আউট, কেদার যাদবের চোট পেয়ে মাঠ ছাড়া। এশিয়া কাপের ফাইনালে আজ একটা সময় মনে হচ্ছিল রোহিত শর্মাদের হয়তো খালি হাতে দেশে ফিরতে হবে। কিন্তু না, চ্যাম্পিয়ন দলের সবচেয়ে বড় শক্তি হয় লোয়ার মিডল অর্ডার ব্যাটিং। এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত ঠিক সেটাই করে দেখাল। শেষের দিকে কেদার যাদবের ক্য়ামিও, সপ্তম উইকেটে রবীন্দ্র জাদেজা-ভুবনেশ্বর কুমারের 45 রানের পার্টনারশিপ ভারতকে এশিয়া কাপে সপ্তমবার চ্যাম্পিয়ন করল। ধোনি ধীরগতির ইনিংস খেলে আউট হওয়ার সময় ভারতের স্কোর ছিল 5 উইকেটে 160 রান। মুস্তাফিজুরের বলে 67 বল খেলে 36 রান করে আউট হন। অন্যপ্রান্তে তখন খোড়াচ্ছেন কেদার যাদব। ধোনির আউটের পর কেদার যাদব যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়েন। ভারত তখন জয় থেকে 55 রান দূরে, হাতে পাঁচ উইকেট। যার মধ্যে কেদার যাদবের ফের ব্য়াট করতে নামা নিয়ে প্রশ্ন ছিল। ভুবি, জাদেজার মধ্যে একজনকে আউট করতে পারলেই প্রথমবার এশিয়া কাপ জিততে পারত বাংলাদেশ। কিন্তু সেখান থেকে জাদেডাকে সঙ্গে নিয়ে ভুবনেশ্বর কুমার ফারাক গড়া একটা ইনিংস খেলে গেলেন। ভুবি দলের জয় নিশ্চিত করে 21 রান করে আউট হন। তার আগে জাদেজা আউট হন 23 রান। জাদেজার আউটের সময় ভারতকে করতে হত 11 রান। জাদেজার আউটের পর ফের নামেন কেদার যাদব। ভুবির আউটের পর ভারত কিছুটা চাপে পড়ে। শেষ অবধি শেষ বলেই ফয়সালা হয় এশিয়া কাপের । ভারতকে জিততে হলে শেষ ওভারে করতে হত 6 রান, হাতে ছিল তিন উইকেট। ক্রিজে দুই যাদব। কেদার-যাদব।
দেখুন প্রিভিউ
জয়ের জন্য 223 রান তাড়া করতে নেমে রোহিত শর্মা- শিখর ধাওয়ান ভালই শুরু করেছিলেন। কিন্তু 4.4 ওভারে 35 রানের ওপেনিং পার্টনারশিপ করে ধাওয়ান (15) আউট হন নাজমুল ইসলামের বলে। তিনে নেমে রায়াডু (2) ব্যর্থ হন। হাফ সেঞ্চুরির মুখে আউট হন অধিনায়ক রোহিত শর্মা (48)। রোহিতের আউটের পর ধোনি- দীনেশ কার্তিক ভালই খেলছিলেন, কিন্তু যখন মনে হচ্ছিল ম্যাচ ভারতের থেকে ঢলিয়ে পড়ছে তখনই কার্তিক (37) আউট। অন্য প্রান্তে তখন ধোনি ঠুকঠুক করে চলেছেন। কেদার যাদব নামার পর ভারতের রানের গতি আসে, কিন্তু ধোনি যখন সবে খোলস ছেড়ে বেরোচ্ছেন তখনই আউট। এরপর কেদারের চোট। বাকিটা নাটকীয় এক ম্যাচ। শেষ অবধি ভারতের জয়। টুর্নামেন্টের সেরা দল হয়েই চ্যাম্পিয়ন ভারত। বারবার তিববার রানার্স হয়ে মোতার্জা-মুশফিকুরা আফশোস করতে পারেন..ইস একটুর জন্য।
ম্যান অফ দি টুর্নামেন্ট হলেন শিখর ধাওয়ান
এশিয়া কাপের এখনো অবধি সব থেকে দারুন ম্যাচ দেখলো আজ ক্রিকেট বিশ্ব
বাংলাদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস শেষ বলে ম্যাচ জিতে এশিয়া কাপ জয়ী ভারত
শেষ বলে চার রান! এশিয়া কাপ জিতে নিলো ভারত
এই ম্যাচ কি সুপার ওভার দেখবে না ভারত শেষ বলে জিতবে ?
ডট বল দুই বলে চাই দুই রান
প্রথম বলেই এক রান দিয়ে কেদার যাদবকে ব্যাটিং দিলেন কুলদীপ
সেই বার শেষ বলে ছয় মেরে ম্যাচ জিতিয়ে ছিলেন দীনেশ কার্তিক! আজ কি হবে ?
শ্রীলংকাতে নিদহাস ট্রফির শেষ ওভারও করতে এসে ছিলেন সৌম্য সরকার
প্রথম বল খেলবেন কুলদীপ যাদব
শেষ ওভার করতে এলেন সৌম্য সরকার
দুইটি গুরুত্বপূর্ণ রান নিলেন কেদার যাদব, শেষ ওভারে চাই 6 রান
অসাধারণ ওভার করলেন মুস্তাফিজুর
ব্যাট করতে এলেন কুলদীপ যাদব আর এসেই নিলেন একটি রান এখন চাই 8 রান
ম্যাচ জমে উঠেছে! বাংলাদেশের চাই তিন উইকেট ভারতের চাই 9 রান
আর আউট! ভুবনেশ্বর কুমার আউট
মুস্তাফিজুর নিজের শেষ ওভার করতে এলেন
ভারতের প্রয়োজন আর মাত্র 9 রান
ব্যাটিং করতে আবার নামলেন আহত কেদার যাদব
রবীন্দ্র জাদেজা 23(33) আউট ! আবার ম্যাচ জমিয়ে দিলো বাংলাদেশ
ক্যাচ আউটের আবেদন ! ডিআরএস নিলো বাংলাদেশ
ওভারথ্রো দুইটি রান উপহার! আর চাই 11 রান
জয়ের জন্য চাই মাত্র 13 রান
এবার এলো একটি রান. আর চাই মাত্র 17 রান
মুস্তাফিজুরের পর পর দুই বল ডট
মুস্তাফিজুরের দুই ওভার সামলে খেলতে পারলে ভারত জয়ের রাস্তা দেখতেই পারে
জয়ের জন্য প্রয়োজন মাত্র 18 রান
ছয়! গুরুত্বপূর্ণ একটি ছয় রান এলো ভুবনেশ্বর কুমারের ব্যাট থেকে
ভারতের 5 ওভারে প্রয়োজন 26 রান
ভারতের 6 ওভারে প্রয়োজন 32 রান
শেষ দুই ওভারে বাংলাদেশ বেশ ভালো বল করছে। সিঙ্গেল রানেও বাঁধন আনছে
ওয়াইড বল! বাংলাদেশ মনে হচ্ছে চাপে পড়েছে
43 ওভারের শেষে ভারতের স্কোর 187/5
নিজের অষ্টম ওভার করছেন রুবেল
আবার বল করতে এলেন রুবেল হুসেন।
42 ওভারের শেষে ভারতের স্কোর 186/5
এর মধ্যেই আরেকটি চার এলো রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে
মুস্তাজুরের শেষের দিকের দুই ওভার ভারত কেমন খেলে এখন সেটাই দেখার
বাংলাদেশকে এখন উইকেটের সাথে প্রয়োজন সিঙ্গেল রানও বাঁচানো। না হলে ভারত এক দুই রান করে লক্ষ্যের কাছে পৌঁছে যাবে।
বল করতে এলেন নাজমুল ইসলাম
41 ওভারের শেষে ভারতের স্কোর 178/5
40 ওভারের শেষে ভারতের স্কোর 172/5
ছোট ছোট সিঙ্গেল নিয়ে খেলা চালিয়ে যাচ্ছে জাদেজা আর ভুবনেশ্বর
39 ওভারের শেষে ভারতের স্কোর 169/5
ব্যাটিং করছেন জাদেজা আর ভুবনেশ্বর
মুজতাফিজুর নিজের অষ্টম ওভার করছেন
কয়েকটা উইকেট পেলে বাংলাদেশ ম্যাচ প্রায় হাতে নিয়ে চলে আসবে
ম্যাচে এই মুহূর্তে বেশ ভালো জায়গায় রয়েছে বাংলাদেশ
এটাই কি ভারতের টার্নিং পয়েন্ট?
কেদার যাদব ব্যাটিংয়ে অবসর নিয়ে ফিরছেন আর ব্যাটিং করতে আসছেন ভুবনেশ্বর কুমার
কিন্তু এই মুহূর্তে ভারতের চার ছয়ের পরিবর্তে সিঙ্গেল রানের প্রয়োজন বেশি। এবং এর মধ্যে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে এলো একটি দারুন চার
কেদার যাদবের দৌড়াতে খুব সমস্যা হচ্ছে
ভারতের জয়ের জন্য প্রয়োজন 78 বলে 61 রান
37 ওভারের শেষে ভারতের স্কোর 162/5
ব্যাট করতে এলেন রবীন্দ্র জাদেজা
ইন্দ্রপতন! মুস্তাফিজুরের বলে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ধোনি
রান নিতে গিয়ে কিছুটা অসুবিধায় পড়লেন কেদার যাদব! মাঠে এই মুহূর্তে ভারতের ফিজিও
35 ওভারের শেষে ভারতের স্কোর 154/4
34 ওভারের শেষে ভারতের স্কোর 152/4
33 ওভারের শেষে ভারতের স্কোর 147/4
মামাদুল্লাকে বিশাল একটি ছয় মারলেন কেদার যাদব
ব্যাটিং করতে এলেন কেদার যাদব
মামাদুল্লার বলে এলবিডব্লু দীনেশ কার্তিক 37(61)
মামাদুল্লার বলে চার মারলেন দীনেশ কার্তিক
28 ওভারের শেষে ভারতের স্কোর 129/3
25 ওভারের শেষে ভারতের স্কোর 112/3
23 ওভারের শেষে ভারতের স্কোর 99/3
22 ওভারের শেষে ভারতের স্কোর 98/3
20 ওভারের শেষে ভারতের স্কোর 90/3
19 ওভারের শেষে ভারতের স্কোর 88/3
রুবেল ম্যাচকে এক কথায় জমিয়ে দিলো
এই মুহূর্তে ব্যাটিং করছে ধোনি আর কার্তিক। এর পর ভারতের হয়ে ব্যাটিং করতে আসবে কেদার যাদব, রবীন্দ্র জাদেজা এবং ভুবনেশ্বর কুমার
ব্যাট করতে এলেন মহেন্দ্র সিং ধোনি
ভারত এই মুহূর্তে খুব চাপে! কারণ রোহিত শর্মার 48(55) উইকেট এই ম্যাচের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ
ইন্দ্রপতন! রুবেলের বলে রোহিত শর্মা আউট
16 ওভারের শেষে ভারতের স্কোর 83/2