This Article is From Jun 10, 2020

এলএসি থেকে ১০ হাজার বাহিনী নিয়ে আড়াই কিমি দূরে সরেছে চিনা সেনা: প্রতিরক্ষা মন্ত্রক

সাম্প্রতিক দ্বিপাক্ষিক সামরিক আলোচনায় পূর্ব লাদাখের তিনটি এলাকা থেকে সরে আসার ব্যাপারে সহমত পোষণ করেছে

এলএসি থেকে ১০ হাজার বাহিনী নিয়ে আড়াই কিমি দূরে সরেছে চিনা সেনা: প্রতিরক্ষা মন্ত্রক

ভারতীয় তরফে দশ হাজার সেনা মোতায়েন করা হয়েছিল।

নয়াদিল্লি:

১০ হাজার বাহিনী-সহ সামরিক সজ্জা নিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা  (LAC) থেকে সরে গিয়েছে পিপলস লিবারেশন আর্মি (PLA)। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে বুধবার এমন দাবি করা হয়েছে। সাম্প্রতিক দ্বিপাক্ষিক সামরিক আলোচনায় পূর্ব লাদাখের (East Ladakh) তিনটি এলাকা থেকে সরে আসার ব্যাপারে সহমত পোষণ করেছে। সেই সহমতের ভিত্তিতে ইন্দো-চিন বাহিনী এলএসি বরাবর পিছনে সরার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের জেরে অনেকটাই কমেছে সীমান্ত উত্তেজনা (Border tension) দ্বিপাক্ষিক স্তরে আত্মবিশ্বাস বাড়াতে ছয় জুন এই বৈঠক হয়েছিল। তারপর রবিবার থেকে ধীরে ধীরে সরতে শুরু করেছে দুই দেশের সামরিক বাহিনী। জানা গিয়েছে, এলএসি বরাবর গালওয়ান উপত্যকা, প্যাট্রলিং পয়েন্ট ১৫ আর হটস্প্রিং এলাকার পেট্রলিং পয়েন্ট ১৭ থেকে সরতে শুরু করেছে বাহিনী।

"কতটা এলাকা চিনের দখলে?" রাহুল গান্ধিকে জবাব দিতে ইউপিএ আমলকে কাঠগড়ায় তুললেন বিজেপি সাংসদ

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, চিনা আগ্রাসন রুখতে ও সীমান্ত নিশ্ছিদ্র করতে ভারতের তরফে দশ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছিল। গত মাসের চার তারিখ থেকে ইন্দো-চিন সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছিল। যখন সামরিক সজ্জা-সহ চিনা সামরিক বাহিনী ভারতীয় ভূখণ্ডের দিকে এগোতে শুরু করে।  সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনটাই খবর।

জাঁকিয়ে বসছে কোভিড- ১৯ আতঙ্ক, করোনায় ভুগে এবার মৃত্যু হল বিধায়কের

এদিকে; প্রতিরক্ষামন্ত্রীর প্রতি রাহুল গান্ধির প্রশ্ন ভারতের কতটুকু দখল করেছে চিন? সেই প্রশ্নের উত্তর দিতে এগিয়ে এলেন লাদাখের বিজেপি সাংসদ জামিয়াং শেরিং নামগিয়াল। বুধবার সেই টুইটের জবাবে ওই বিজেপি সাংসদের কটাক্ষ; "আমার আশা তথ্য ও যুক্তির আশ্রয়ে আমি যে জবাব দেব, তার সঙ্গে সহমত পোষণ করবে রাহুল গান্ধি এবং কংগ্রেস। ওরা চেষ্টা করবেন মানুষকে ভুল পথে চালিত না করতে।" সেই টুইটে তিনি বিজেপি সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকেও উল্লেখ করেছেন। তিনি একটি তালিকা তুলে ধরেছেন সেখানে উল্লেখ; কংগ্রেসের অধীনে ভারতের যে এলাকা চিনের আগ্রাসনের কবলে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.