Edited by Indrani Halder | Thursday August 27, 2020, নয়া দিল্লি
ভারতে দৈনিক সংক্রমণের সব রেকর্ড ভেঙে দিলো করোনা ভাইরাস (Coronavirus) । বৃহস্পতিবার সকালে যে পরিসংখ্যান প্রকাশ করলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তাতে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টার মধ্যে দেশে নতুন করে আরও ৭৫,৭৬০ জন কোভিড-১৯ (Covid-19) এ আক্রান্ত হয়েছে। এর ফলে দেশে মোট করোনা ভাইরাসে (Coronavirus in India) আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩.১ লক্ষকেও ছাড়িয়ে গেছে। এখনও পর্যন্ত ২৫,২৩,৭৭১ জন রোগী এই রোগে সংক্রমিত হওয়ার পরেও সুস্থ হয়ে উঠেছেন। ফলে ভারতে করোনা থেকে পুনরুদ্ধারের হার বেড়ে ৭৬.২৪ শতাংশে পৌঁছেছে। মোট করোনা সংক্রমণের বেশীরভাগ রোগীর সন্ধান মিলেছে মহারাষ্ট্রে, সেখানে মোট আক্রান্ত ৭,১৮,৭১১ জন। তবে ওই রাজ্য়ের পরেই দেশের যে অন্য যে রাজ্যগুলোতে সংক্রমণের বাড়বাড়ন্ত দেখা দিয়েছে সেগুলো হলো তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটক। গোটা বিশ্বের বিচারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে তৃতীয় সর্বোচ্চ করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে ভারতেই।