This Article is From Feb 27, 2019

IAF জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পড়ে, কি বললেন নওজোত সিংহ সিদ্ধু

ভারতীয় বায়ু সেনা (Indian Air Force) জঙ্গি সংগঠন জইশ-এ-মহম্মদের (Jaish-E-Mohammad) ঘাঁটি গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছে

IAF জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পড়ে, কি বললেন নওজোত সিংহ সিদ্ধু

নওজোত সিংহ সিদ্ধু (Navjot Singh Sidhu) প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন

হাইলাইটস

  • পুলওয়ামা হামলার পরে বিবৃতির জন্য সমালোচিত হয়েছেন তিনি
  • নওজোত সিংহ সিদ্ধু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন
  • Twitter -এ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সিদ্ধু
নিউ দিল্লি:

ভারতীয় বায়ু সেনা (Indian Air Force) জঙ্গি সংগঠন জইশ-এ-মহম্মদের (Jaish-E-Mohammad) ঘাঁটি গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছে। সূত্র থেকে প্রাপ্ত খবর অনুসারে, Indian Air Force এবার LOC অতিক্রম করে জইশ-এ-মহম্মদের জঙ্গি ঘাঁটিতে ১০০০ কিলোর বোমা ফেলে গুঁড়িয়ে দিয়েছে তার ঘাঁটি। ভারতীয় বায়ু সেনা (IAF) পুলওয়ামায় জঙ্গি হামলার পড়ে (Pulwama Attack) এই কাজ করেছে।  ভারতের প্রাক্তন ক্রিকেটার নওজোত সিংহ সিদ্ধু ভারতীয় সৈন্যদের এমন পরাক্রমের প্রশংসা করেছেন এবং টুইট করে ভারতীয় বায়ু সেনাদের (IAF) অভিনন্দন জ্ঞাপন করেছেন।  

ভারতকে চমকে দেওয়ার হুমকি পাকিস্তানের, আজ পরমাণু অস্ত্র নিয়ে বৈঠকে ইসলামাবাদ

নওজোত সিংহ সিদ্ধু (Navjot Singh Sidhu) ভারতীয় বায়ু সেনার এই পরাক্রমের পড়ে Tweet করে লিখেছেন: 'লোহা লোহা কে কাটে, আগুন আগুনকে পোড়ায়, সাপের বিষ-ই সাপের কামড়ের হাত থেকে রক্ষা করে। এই জঙ্গিদের বিনাশ অনিবার্য। ভারতীয় বায়ু সেনার জয়, জয় হিন্দ, জয় হিন্দকে সেনা।'' 

বালাকোটের জঙ্গি ঘাঁটিতে হানার সময় 'মিরাজ'-কে 'পথ' দেখিয়েছিল কোন বিমান, জেনে নিন

 

 

শুধু তাই নয়, নওজোত সিংহ সিদ্ধু (Navjot Singh Sidhu) এই ঘটনার পরে দুটি টুইট করেছিলেন।  তিনি নিজের দ্বিতীয় টুইট লিখেছে : ''ঠিক-ভুলের দ্বন্দ্বে, আপনি কখনই নিরপেক্ষ থাকতে পারবেন না , জঙ্গি সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেছে ... অসাধারণ ভারতীয় সেনা...জয় হিন্দ।''

নওজোত সিংহ সিদ্ধু (Navjot Singh Sidhu) কিছু দিন আগেই ভারত-পাক সম্পর্ক নিয়ে বিবাদের মুখে পড়েছিলেন। পুলওয়ামা হামলার পরে (Pulwama Attack)  তিনি নিজের মতামত জানিয়ে সারা দেশের ক্ষোভের মুখে পড়েছিলেন। তার এই ধরনের বিবৃতির জন্য তাকে কপিল শর্মার শো 'দ্যা কপিল শর্মা শো' থেকে বাতিল করা হয়েছে।    

দেখুন ভিডিও:

.