Indian Air Force Cross LoC Strike Live Updates: ১৪ ই ফেব্রুয়ারি ভারতীয় সেনাদের ওপর পুলওয়ামায় হামলা চালানো হয়েছিল
নিউ দিল্লি: সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে আক্রমণ চালাল ভারতীয় বাহিনী।এমনই রিপোর্ট এসে পৌঁছেছে। রাত সাড়ে তিনটে নাগাদ এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে ১২ টি যুদ্ধ বিমান এই অপারেশনে অংশ নেয়। মোট ১ হাজার কেজি বোমা ফেলে সন্ত্রাসবাদীদের ক্যাম্প গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সূত্র থেকে এনডিটিভি জানতে পেরেছে অভিযান একশো ভাগ সফল হয়েছে।
আকাশ পথে (Air Strike) হামলা চালিয়ে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই- তইবা এবং হিজবুল মুজাহিদিনের তিনটি জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করল ভারত। আর এভাবেই জঙ্গিদের নিকেশ করল ভারতীয় বাহিনী। কেন্দ্রীয় সরকার জানিয়েছে জইশের সবচেয়ে বড় ক্যাম্পে হামলা চালান হয়েছে।
বিদেশ সচিব বিজয় গোখলে জানালেন, জঙ্গিরা আবার হামলা চালাতে পারে বলে খবর ছিল। আর সেটা যাতে না হতে পারে তা নিশ্চিত করতেই ভারত হামলা চালিয়েছে।
পুলওয়ামা হামলার বদলা কিভাবে নিল ভারতীয় বায়ুসেনা, তার লাইভ আপডেট দেখুন এখানে
চীনের রাজনৈতিক ব্যক্তিত্বদেরও বিদেশ সচিব বিজয় গোখল নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতীয় বায়ুসেনা যে হামলা চালিয়েছে, সেই বিষয়েও অবগত করেছে।
আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, তুর্কি সহ ছয়টি এশিয়ান দেশকে ভারতীয় বিদেশ সচিব বিজয় গোখলে, নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে বালাকোটি-এ যে বায়ুসেনা আক্রমণ চালিয়েছে, সেই সম্পর্কে অবগত করেছেন।
ভারতীয় বায়ু সেনার হামলার পর সমস্ত পরিস্থিতির জন্য পাকিস্তানের সেনা ও জনগণকে তৈরি থাকতে বললেন প্রধানমন্ত্রী ইমরান খান। হামলার পর জরুরি ভিত্তিতে বৈঠকে বসেন ইমরান। বৈঠকের পর পাকিস্তানের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ভারত অকারণে আগ্রাসন দেখিয়েছে। পাকিস্তান নিজের সময় মতো এর জবাব দেবে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের এই বৈঠকে হাজির ছিলেন, তিন বাহিনীর প্রধান এবং অন্যরা।
পাকিস্তানের ওপর আকাশ পথে হামলার পরে রাজধানী দিল্লিতে হাই-এলার্ট জারি করা হয়েছে। দিল্লির সমস্ত বড়ো বড়ো বাজার, রেলওয়ে ও মেট্রো স্টেশন এলাকাতে করা সুরক্ষার ব্যবস্তা করা হয়েছে।
সূত্র থেকে প্রাপ্ত খবর অনুসারে, ''বালাকোটের জঙ্গি ঘাঁটিতে ছয়টা লক্ষ্য গড়া হয়েছিল। প্ৰতিটাতে একের পর এক হামলা করা হয়েছে। স্যাটেলাইটের ছবি থেকে পরিষ্কার ছবি পাওয়া যাবে।''
ভারতীয় সেনার এই হামলার ফলে প্রায় ৩০০ জঙ্গি মারা গেছে বলে জানা যাচ্ছে। :সরকারি সূত্র
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইএএফ দ্বারা জঙ্গি ঘাঁটিতে ভারত যে আক্রমণ চালিয়েছে সেই সম্পর্কে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুকে অবগত করেন।
বিদেশ সচিব বিজয় গোখলে জানিয়েছেন, ''বালাকোটা-র ক্যাম্প জইশ-এ-মোহাম্মদ-এর কাছের লোক তার বোনাই ইউসুফ আজাহার সঞ্চালিত করত। এই অপারেশনে জঙ্গিদের ঘাঁটি গুলি ওড়ানোই ছিল প্রধান উদ্দেশ্য। যাতে করে সাধারণ মানুষের যাতে কোনো রকম সমস্যা না হয়।
কেন্দ্রীয় সরকারের তরফে জানিয়ে দেওয়া হল, জঙ্গি সংগঠন জইশের সবচেয়ে বড় জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়ে বহু জঙ্গিকে নিকেশ করা হয়েছে
আকাশ পথে জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো জরুরি পদক্ষেপ ছিল বলে মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর। ভারতীয় বায়ু সেনার স্ট্রাইকার মাঝে নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী।
শোনা যাচ্ছে যে, জঙ্গি ঘাঁটি গুলি ধ্বংস করার জন্য আম্বালা এয়ারবেস থেকে মিরাজ ২০০০ ফাইটার জেট ওড়ানো হয়েছিল।
বিদেশ সচিব বিজয় গোখলে ১১:৩০ মিনিটে জওহরলাল নেহেরু ভবনে মিডিয়া ব্রিফ পেশ করবেন।
ভারতীয় বায়ুসেনার এই হামলার ফলে জইশ-এ-মহম্মদ, লস্কর-এ-তৈয়বা এবং হিজ্ব-উল-মুজাহিদীনা -এর ঘাঁটি ধ্বংস হয়ে গেছে।: সূত্র
সীমান্ত পেরিয়ে হামলার জন্য অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী
রেডিও পাকিস্তান: পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহমূদ কুরেশি ইসলামাবাদে জরুরীকালীন বৈঠক ডেকেছেন। তাই তিনি সুরক্ষার বিষয় নিয়ে আলোচনা করবেন।
ভারতীয় বায়ু সেনার স্ট্রাইকের মাঝে নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী। সূত্র থেকে জানা গিয়েছে সীমান্ত পেরিয়ে যে স্ট্রাইক হয়েছে তার ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। বৈঠকে মোদী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মতো প্রবীণ মন্ত্রীরা উপস্থিত ছিলেন।
পাকিস্তানে ভারতীয় হাই কমিশনার হিসাবে নিযুক্ত ছিলেন পার্থসারথি, তিনি NDTV-কে জানিয়েছেন বালাকোটাতে বেশ কয়েক বছর ধরে জইশ-এ-মোহাম্মদের আড্ডা জমে উঠেছিল। পাকিস্তানের যেখানে জঙ্গি ঘাঁটি আছে, সেখানেই হামলা করার জন্য প্রস্তুত হন।''
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে পিএম আবাসে সিসিএস-এর বৈঠক চলছে। মনে করা হচ্ছে এই ঘটনার জেরেই এই বৈঠক বসানো হয়েছে।
জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনা প্রায় ২১ মিনিট ধরে হামলা চালায় এবং তা সম্পূর্ণ রূপে ধ্বংস করে দেয়
ভারতীয় বায়ু সেনার স্ট্রাইকার মাঝে নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী
জেনে নিন ভারতীয় সেনা কটার সময় কোথায় হামলা করেছে:
মুজফ্ফরাবাদ: ৩:৪৮ থেকে ৩:৫৫ পর্যন্ত হামলা চালায়
চকোটি: ৩:৫৮ থেকে ৪:০৪ পর্যন্ত হামলা
বালাকোট: ৩:৪৫ থেকে ৩:৫৩
বায়ুসেনার জঙ্গিদের তিনটি ক্যাম্প ধ্বংস করে দিয়েছে। এই হামলায় প্রায় ১০০০ কিলো বোমার ব্যবহার করা হয়েছে।
মেজর জেনারেল একে সিভাচ NDTV-র কাছে জানিয়েছেন যে, ভারতকে এখন আরও সচেতন থাকতে হবে, সে বিষয়ে কোনো প্রশ্নই থাকতে পারে না। তবে আমরা সম্পূর্ণ রূপে সফল। এখন আমাদের সুরক্ষিত থাকতে হবে।
অন্যদিকে ভারতীয় বায়ুসেনাদের তরফ থেকে জানা যাচ্ছে যে, তারা এই হামলায় সম্পূর্ণ রূপে সফল।
পাকিস্তানী সেনারা মঙ্গলবার অভিযোগ জানায় যে, ভারতীয় বায়ুসেনা মুজফরাবাদ সেক্টর-এ নিয়ন্ত্রণ রেখা (এলওসি) উল্লঙ্ঘন করেছে।
পাকিস্তানের মেজর জেনারেল আসিফ গফুর টুইট করে জানিয়েছে, ''ভারতীয় বায়ুসেনার বিমান মুজফরাবাদ সেক্টর দিয়ে প্রবেশ করে। কিন্তু পাকিস্তানী সেনারা উপযুক্ত জবাব দেওয়ার জন্য তাড়াহুড়ো করে বালাকোটের কাছে বোমা ফেলে দিয়ে পালিয়ে যায়। জনমানবের কোনো রকম ক্ষতি হয়নি।''
ভারতীয় বায়ুসেনাদের কাছ থেকে প্রাপ্ত খবর অনুসারে, ''২৬ ফেব্রুয়ারি ৩:৩০ মিনিটে (২৫ ফেব্রুয়ারি রাতে) ভারতীয় বায়ু সেনার যুদ্ধ বিমান নিয়ন্ত্রণ রেখা পার করে আতঙ্কবাদী ট্যাম্পরের ওপর হামলা করে, ও তা সম্পূর্ণ রূপে ধংস করতে সক্ষম হয়েছে।''
কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি মঙ্গলবার সকালে টুইট করে জানিয়েছিলেন যে, এখনও পর্যন্ত স্ট্রাইক সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না, তবে যে ভাবে পাকিস্তান ফুটছে, তাতে মনে হচ্ছে, বিষয়টি সঠিক।
ব্রেকিং নিউজ সেনা ও বায়ুসেনা শীঘ্রই মিডিয়ার কাছে সম্পূর্ণ অপারেশনের কথা জানাবে: আধিকারিক সূত্র
ভারতীয় সেনার এক মেজর জেনারেল জানিয়েছেন, ভারত নিরাপত্তার ব্যাপারে এখন থেকে আরও বেশি সতর্ক হল।
এলওসি-তেভারতীয় বায়ুসেনার স্ট্রাইক বালাকোট,চকোঠি এবং মুজফ্ফরাবাদ-এর টেরর লঞ্চ প্যাড সম্পূর্ণ রূপে ধংস করে দিয়েছে। জইশ-ই- মহম্মদের কন্ট্রোল রুম সম্পূর্ণ রূপে ধ্বংস হয়ে গেছে।