This Article is From Sep 08, 2019

Indian Army: মোটর সাইকেলে করে বিশ্বের অষ্টম সর্বোচ্চ পাস-এ পা ভারতীয় সেনাবাহিনির

মোটর সাইকেলে করে লাদাখে পনেরশো কিমি দুর্গম পথ ভেঙে বিশ্বের অষ্টম সর্বোচ্চ পাস-এ পৌঁছে গেল ভারতীয় সেনাবাহিনির মেডিক্যাল কর্প (AMC)-এর আট সদস্যের একটি দল।

Indian Army: মোটর সাইকেলে করে বিশ্বের অষ্টম সর্বোচ্চ পাস-এ পা ভারতীয় সেনাবাহিনির

বিশ্বের অষ্টম সর্বোচ্চ পাস-এ পা ভারতীয় সেনাবাহিনির

হাইলাইটস

  • ভারতীয় সেনার মেডিকেল বিভাগ বিশ্বের সর্বোচ্চ পাস-এ পৌঁছেছে
  • মোটরসাইকেলে লাদাখে পনেরশো কিলোমিটার অভিযান করে দলটি
  • ৩১ অগাস্ট, পাঁচ দিনে অভিযান শেষ হয়
উধমপুর, জম্মু ও কাশ্মীর:

দেশের মুখ আরও একবার উজ্জ্বল করল ভারতীয় সেনাবাহিনি। মোটর সাইকেলে করে লাদাখে পনেরশো কিমি দুর্গম পথ ভেঙে বিশ্বের অষ্টম সর্বোচ্চ পাস-এ পৌঁছে গেল ভারতীয় সেনাবাহিনির মেডিক্যাল কর্প (AMC)-এর আট সদস্যের একটি দল। শনিবার সেনাবাহিনির পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। 

“প্রধানমন্ত্রী কেন নয়”, কেন একথা বললেন প্রধানমন্ত্রী

ভারতীয় সেনাদের পক্ষ থেকে আরও জানানো হয়, ডিজিএমএস (সেনাবাহিনি)-এর তত্ত্বাবধানে কার্গিল যুদ্ধের ২০ তম বার্ষিকী এবং ৫৫ তম এএমসি-র সম্মেলন উদযাপন উপলক্ষ্যে এই মোটরসাইকেল অভিযানে অংশ নেন আট সদস্য। এভাবেই শহিদদের সম্মান জানান তাঁরা। এই ধরনের দুর্গম অভিযানে এর আগে অভাবে অংশ নেননি সেনারা।

লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে জোশি, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ফায়ার অ্যান্ড ফায়ার কর্পস ৩১ অগাস্ট পতাকা তুলে সদস্যদের শুভেচ্ছা জানিয়ে যাত্রা শুরু করান। অভিযান শেষ হতে সময় লেগেছে পাঁচ দিন।কারাকোরাম, কৈলাশ এবং লাদাখ রেঞ্জ ঘুরে দলটি সিয়াচেন বেস ক্যাম্পে গিয়ে কার্গিল যুদ্ধে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানান।

"দুঃখজনক সিদ্ধান্ত": প্রযুক্তিগত উন্নতির স্বার্থে জোমাটোতে ছাঁটাই ৫৪১ জন

এএমসি থেকে আট সদস্যের এই অভিযানের দলটিকে নেতৃত্ব দেন কর্নেল রাজেশ ডাব্লু আধাউ এবং কর্নেল সৌরভ ভরদ্বাজ।

.