This Article is From Sep 09, 2019

জম্মু ও কাশ্মীরের তরুণ প্রজন্মকে ব্যবসায় উৎসাহিত করতে আর্মির পদক্ষেপ

জম্মু ও কাশ্মীরের (J&K) তরুণ প্রজন্মকে ব্যবসা-বাণিজ্যের প্রতি আগ্রহী করে তুলতে পদক্ষেপ আর্মির। শুরু হচ্ছে তিন দিনের ‘স্টার্ট আপ উইকেন্ড’।

জম্মু ও কাশ্মীরের তরুণ প্রজন্মকে ব্যবসায় উৎসাহিত করতে আর্মির পদক্ষেপ

শ্রীমাতা বৈষ্ণোদেবী বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে তিন দিনের ‘স্টার্ট আপ উইকেন্ড’।

জম্মু:

জম্মু ও কাশ্মীরের (J&K) তরুণ প্রজন্মকে ব্যবসা-বাণিজ্যের প্রতি আগ্রহী করে তুলতে এবার পদক্ষেপ করতে চলেছে ভারতীয় আর্মি (Indian Army)। রাজ্যের রিয়াসি জেলার শ্রীমাতা বৈষ্ণোদেবী বিশ্ববিদ্যালয়ে ২০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনের ‘স্টার্ট আপ উইকেন্ড'। এই ওয়ার্কশপ পরিচালনা করবে ‘হোয়াইট নাইট কর্পস'-এর অধীনে আর্মির (Army) কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স (ইউনিফর্ম)। সঙ্গে বেঙ্গালুরুর সংস্থা টেকস্টার্স। উধমপুরের প্রো (ডিফেন্স) লেফটেন্যান্ট কর্নেল অভিনব নবনীত একথা জানিয়েছেন।

তিনি আরও বলেন, ‘‘আজ ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা অর্থনীতির অন্যতম দেশ। অদূর ভবিষ্যতে উন্নত দেশের তকমাও পেতে চলেছে। যাই হোক, এর জন্য আমাদের ১০ কোটিরও বেশি চাকরি তৈরি করতে হবে।''

তিনি বলেন, আর্মি চায় জম্মু ও কাশ্মীরের যুব সম্প্রদায় চাকরি তৈরি করুক, চাকরি না খুঁজে। এই ওয়ার্কশপে তাদের সমর্থন ও উৎসাহ দান করা হবে। তিনি বলেন, এখানে অংশ গ্রহণকারীরা প্রত্যেকে ৬০ সেকেন্ড পাবে, তাদের আইডিয়া সবাইকে বলার জন্য। সেখান থেকে সেরা আইডিয়াগুলি গ্রহণ করে দল তৈরি করা হবে। সেই দল চেষ্টা করবে সেই পথে এগিয়ে প্রারম্ভিক রূপরেখা প্রস্তুত করতে।

বিচারক ও ক্ষমতাবান বিনিয়োগকারীদের সামনে সেই পরিকল্পনা রূপায়িত হবে বলে নবনীত জানান।

তিনি আরও জানান, এছাড়াও একটি সমান্তরাল ওয়ার্কশপ শুরু হবে ২১ সেপ্টেম্বর থেকে। সেই দলে থাকবে তারা যারা নিজেদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে চায়।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.