This Article is From Nov 05, 2019

মর্মান্তিক! দুবাইয়ে চলন্ত গাড়ি এসে পিষে দিল ৪ বছরের ভারতীয় শিশুকে

Indian Girl Dies in Dubai: গাল্ফ নিউজের পক্ষ থেকে বলা হয়েছে, দুবাই থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে জেবেল আলি নামের শহরটিতে সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে

মর্মান্তিক! দুবাইয়ে চলন্ত গাড়ি এসে পিষে দিল ৪ বছরের ভারতীয় শিশুকে

Dubai: ওই দুর্ঘটনার ফলে আরও তিনটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে (প্রতীকী)

হাইলাইটস

  • চলন্ত গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হয়েছেন শিশুটির মা
  • তাঁরা একটি চলন্ত গাড়ি ও পার্ক করে রাখা গাড়ির মাঝখানে পড়ে যান
  • দুবাই থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে জেবেল আলি শহরে ওই দুর্ঘটনাটি ঘটে

সংযুক্ত আরব আমিরশাহীতে একটি বিদ্যালয়ের বাইরে চলন্ত গাড়ি পিষে দিয়ে চলে গেল বছর চারেকের এক ভারতীয় শিশুকে (Indian Girl dies)। ওই গাড়িটির ধাক্কায় মারাত্মকভাবে আহত হয়েছেন শিশুটির মা। দুবাইয়ের (Dubai) একটি সংবাদমাধ্যম এই মর্মান্তিক দুর্ঘটনার কথা জানিয়েছে। গাল্ফ নিউজের পক্ষ থেকে বলা হয়েছে, দুবাই থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে জেবেল আলি নামের শহরটিতে সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। জেবেল আলি থানার মহানির্দেশক ব্রিগেডিয়ার জেনারেল আদেল আল সুওয়াইদি জানিয়েছেন যে, একজন আফ্রিকান মহিলা গাড়ি চালক তাঁর গাড়িটি চালানোর সময় সাংঘাতিক এক ভুল করে বলেন, গাড়ির ব্রেকের পরিবর্তে অ্যাক্সেলেটর চেপে ফেলেন তিনি, যার ফলেই ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যায়।

ক্যাফেতে আসা মহিলার মেয়েকে "ভয়ঙ্কর বাচ্চা" বলে উল্লেখ করে বিপাকে কর্তৃপক্ষ, চাইতে হল ক্ষমা

জানা গেছে, এই ঘটনার সময়েই এক ভারতীয় মহিলা এবং তাঁর বাচ্চাটি চলন্ত গাড়ি এবং পার্কিং করে রাখা গাড়িগুলির মাঝখানে পড়ে যাওয়ার ফলে গাড়িটি ধাক্কা মারে তাঁদের। ঘটনাস্থলেই মারা যায় শিশুটি (Indian Girl Dies in Dubai), এবং গুরুতর আহত হন তাঁর মা। 

বন্ধুর সঙ্গে ২ হাজার টাকার বাজি ধরে ৪১ টি ডিম খেলেন এই ব্যক্তি, পরিণতি মৃত্যু!

শিশুটির মাকে তৎক্ষণাৎ উদ্ধার করে স্থানীয় এনএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে যুঝছেন ওই মহিলা।

এই দুর্ঘটনার ফলে পার্ক করে রাখা আরও তিনটি গাড়িও ক্ষতিগ্রস্থ হয় বলে জানা গেছে।

.