This Article is From Aug 10, 2018

ঢাকা বিমানবন্দরে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের সোনাসহ গ্রেফতার এক ভারতীয়

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 4.7 কোটি মূল্যের সোনার বাঁট সহ এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করল শুল্ক দফতরের কর্মকর্তারা

ঢাকা বিমানবন্দরে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের সোনাসহ গ্রেফতার এক ভারতীয়

তল্লাশির পর তার কাছ থেকে মোট 22’টি সোনার বাঁট উদ্ধার করা হয়

ঢাকা:

গতকাল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 4.7 কোটি মূল্যের সোনার বাঁট সহ এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করল বাংলাদেশের শুল্ক দফতরের কর্মকর্তারা। ধৃত ব্যক্তির নাম আর্শাদ আয়াজ আহমেদ। থাই এয়ারসাইন্সের বিমানে থাইল্যান্ড থেকে ঢাকায় অবতরণের পরেই তাকে গ্রেফতার করে বাংলাদেশের শুল্ক দফতর। জানিয়েছে ঢাকা ট্রিবিউন।

ঢাকা কাসটমস হাউজের ডেপুটি কমিশনার ওথেলো চৌধুরী বলেন, ওই ব্যক্তি বিমানবন্দরে নামার পর তাকে অনুসরণ করে রাত একটা নাগাদ গ্রিন চ্যানেলের কাছ থেকে গ্রেফতার করা হয়। তল্লাশির পর তার কাছ থেকে মোট 22’টি সোনার বাঁট উদ্ধার করা হয়। বাংলাদেশি মুদ্রায় যার বাজার মূল্য 6.17 কোটি টাকা। ভারতীয় মুদ্রায় যার মূল্য 4.7 কোটি টাকা।  

তাকে ধরার পরেই পুলিশের হাতে তুলে দেয় শুল্ক দফতরের অফিসাররা। তার ঠিকানা সহ অন্যান্য ব্যক্তিগত তথ্য এখনও জানা যায়নি।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.