Read in English
This Article is From Jul 12, 2018

66 বছর বাদে টাইমস স্কোয়ারে কী ঘটাতে চলেছন এই ভারতীয়

টাইমস স্কোয়ারে , দেশ - বিদেশের সাংবাদিকরা অপেক্ষা করবেন কখন আসবে সেই মুহূর্ত।

Advertisement
অফবিট

 2016  সালে  গিনিস বুকেও তাঁর নাম উঠেছে।

ঘটনাটা সাধারণ কিন্ত ঘটেনি  66 বছর।  এবার ঘটবে। তাও আবার টাইমস স্কোয়ারে , দেশ - বিদেশের সাংবাদিকরা অপেক্ষা করবেন কখন আসবে সেই মুহূর্ত। আর গোটা ব্যাপারটা ঘটাবেন এক ভারতীয়। পুণের বাসিন্দা  শ্রীধর চিল্লাই।    

কী করবেন শ্রীধর? কাজটা খুবই সাধারণ।  তিনি বাঁ হাতের নখ কাটবেন। কিন্ত 66 টি বসন্ত বাদে ! 82 বছরের শ্রীধর 1952 সালে শেষবার বাঁ হাতের নখ কেটেছিলেন।  তারপর আর সে পথে হাঁটেননি।  সময় এগিয়েছে। বয়স বেড়েছে। কিন্ত নখ থেকেছে স্বমহিমায়। নখও বেড়েছে আপন তালে। করেছে বিশ্ব রেকর্ড।  চিরকাল নানা আপদ বিপদ সামলে নখের দেখভাল করে এসেছেন শ্রীধর।  কিন্ত আর নয়।  এবার বহুদিনের সঙ্গীদের বিদায় জানাতে চলেছেন তিনি।
ব্যাপারটা  মোটেই এত সহজ নয়।  তার মূল কারণ উচ্চতা। বাঁ হাতের সবকটি আঙুলের নখের  উচ্চতা  909.6 সেন্টিমিটার।  তার মধ্যে সবচেয়ে বড় বুড়ো আঙুলের নখ।  সেটির উচ্চতা 197.8  সেন্টিমিটার।  এই বিরাট আয়তনের জন্য 2016 সালে গিনিস বুকেও তাঁর নাম উঠেছে।   
নখ কাটার এই অনুষ্ঠান গোটা পৃথিবীর মানুষ দেখতে  পাবে বলে শোনা যাচ্ছে।  ইতিমধ্যেই মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন পুণের বাসিন্দা।     
.



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement