Read in English
This Article is From Mar 19, 2020

ইরানে থাকা করোনা আক্রান্ত ভারতীয়র মৃত্যু, জানাল বিদেশ মন্ত্রক

ইরানে থাকা করোনা ভাইরাসে আক্রান্ত ২৫৫ জন ভারতীয়র মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

ইরানে থাকা ভারতীয় করোনা আক্রান্তর মৃত্যুর কথা জানিয়েছে বিদেশ মন্ত্রক।

নয়াদিল্লি:

ইরানে (Iran) থাকা করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত ২৫৫ জন ভারতীয়র মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, বাকি আক্রান্ত ভারতীয়দের চিকিৎসা করছে ইরান সরকার। বুধবার ইরান থেকে ফেরানো হয়েছে ২০১ জনকে। কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘‘আমরা ইরান থেকে ভারতে ফিরিয়ে এনেছি ৫৯০ জনকে। ওখানকার পরিস্থিতি খুবই বিপজ্জনক। ওখানে থাকা যে ভারতীয়রা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাঁদের যথাযথ চিকিৎসা করছে ইরান সরকার। আমাদের বিশ্বাস, তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং আমরা তাঁদের দেশে ফিরিয়ে আনতে পারব।''

আরও বলা হয়েছে, ‘‘কিছু তীর্থযাত্রী ও পড়ুয়া এখনও ওখানে রয়েছেন। আমাদের দূতাবাস এবং মিশনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।''

Advertisement
Advertisement