Read in English
This Article is From Jul 05, 2018

আবুধাবি থেকে বিমানে ওঠার আগে কেনা লটারির টিকিটেই ভাগ্য ফিরল এক ভারতীয়র

অর্থের পরিমাণ 7 মিলিয়ন দিরহাম ( 1.9 মার্কিন ডলার )।

Advertisement
অল ইন্ডিয়া Translated By

গত মঙ্গলবারের ড্র'তে ন'জন ব্যক্তি 1 লক্ষ দিরহাম জিতেছেন।

আবুধাবি:

আবুধাবিতে লটারির টিকিট কেটেছিলেন। যখন কেটেছিলেন ওই টিকিটটি, ততক্ষণে ভারতে আসার বিমানটি ছাড়ব ছাড়ব করছে! কাটার সময়েও ভাবতে পারেননি, ভাগ্যে কোনওভাবে শিকে ছিঁড়তে পারে তাঁর!

আবুধাবির 30  বছর বয়সী ভারতীয় সিভিল সুপারভাইজার তোজো ম্যাথ্যুরের জীবনে ঘটল এই ঘটনা। মাসিক বিগ টিকিট র‍্যাফল ড্র লটারির মাধ্যমে জীবনের এই টিকিট জিতলেন ম্যাথ্যু গত মঙ্গলবার। অর্থের পরিমাণ 7 মিলিয়ন দিরহাম ( 1.9 মার্কিন ডলার )। খালিজ টাইমসের রিপোর্ট থেকে জানা গিয়েছে এই তথ্য।

“গত 24 জুন ভারতে আসার বিমান ধরার ঠিক আগে আবুধাবি বিমানবন্দর থেকে ওই টিকিটটা কেটেছিলাম আমি। আমি আরব আমিরশাহী ছেড়ে দেশে এসেছিলাম নিজের স্ত্রী’র সঙ্গে দেখা করার জন্য। নয়াদিল্লিতে দারুণ একটা চাকরি পেয়েছে ও। আমি সত্যিই এখনও ভাবতে পারছি না যে, এতগুলো টাকা আমি লটারিতে জিতেছে”, দিল্লি থেকে ফোনে ওই সংবাদপত্রের কাছে এই নিয়ে কথা বলার সময় নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারছিলেন না তোজো ম্যাথ্যু।

লটারিতে জেতা এই অর্থ দিয়ে নিজের রাজ্য কেরালাতে একটি বাড়ি তৈরি করার স্বপ্নে এখন বুঁদ হয়ে আছেন তোজো ম্যাথ্যু।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement