Read in English
This Article is From Jan 09, 2020

পারস্য উপসাগরীয় এলাকায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

এদিকে এক বিবৃতি জারি করে নৌসেনা বলেছে, উপসাগরীয় এলাকার পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত

Advertisement
অল ইন্ডিয়া (with inputs from PTI)

উপসাগরীয় এলাকায় যুদ্ধজাহাজ মোতায়েন করল ভারতীয় নৌসেনা. (প্রতীকি)

নয়াদিল্লি:

উপসাগরীয় এলাকায় যুদ্ধজাহাজ মোতায়েন করল ভারতীয় নৌসেনা, বাণিজ্য সুনিশ্চিত রাখতে এবং পারস্য উপসাগরীয় এলাকায় বহির্শত্রুর আক্রমণ প্রতিরোধে এই পদক্ষেপ। বুধবার এমনটা জানান নৌসেনার এক আধিকারিক। উপসাগরীয় এলাকায় উত্তেজনা বেড়েছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। সেই উত্তেজনার আঁচ থেকে ভারতের সামুদ্রিক বাণিজ্য এবং প্রতিরক্ষা পরিকাঠামো রক্ষা করতে এই পদক্ষেপ। জানিয়েছেন ওই আধিকারিক। 

এদিকে এক বিবৃতি জারি করে নৌসেনা বলেছে, উপসাগরীয় এলাকার পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত। কোনও প্রকার অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে সক্রিয় আমাদের বাহিনী। শুক্রবার মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরান সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার কাসেম সোলেমানি। সেই হামলার পর থেকেই উত্তেজনা তুঙ্গে।

মঙ্গলবার ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইরাকে মার্কিনঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সে নিয়েই এখন বিস্তর উত্তেজনা দু'দেশের।

Advertisement
Advertisement