Read in English
This Article is From Dec 02, 2019

দেশের প্রথম মহিলা ভারতীয় নেভি পাইলট শিবাঙ্গিকে স্বাগত জানাল ভারতীয় নৌবাহিনী

গত বছর প্রাথমিক প্রশিক্ষণের পর তিনি ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন। সোমবারই সাব-লেফটেন্যান্ট শিবাঙ্গি নৌবাহি‌নীর কাজে যোগ দিলেন কোচিতে।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from ANI)

বিহারে জন্মগ্রহণ করেন শিবাঙ্গি।

কোচি:

প্রথম মহিলা ভারতীয় নেভি পাইলট (First woman pilot of Indian Navy) সাব-লেফটেন্যান্ট শিবাঙ্গি (Shivangi) সোমবার কোচিতে নৌবাহিনীতে যোগ দিলেন প্রশিক্ষণ শেষে। বিহারের মুজাফফরপুরে জন্মগ্রহণ করার পর ডিএভি পাবলিক স্কুলে পড়াশোনা করেন শিবাঙ্গি। গত বছর প্রাথমিক প্রশিক্ষণের পর তিনি ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন। সোমবারই সাব-লেফটেন্যান্ট শিবাঙ্গি নৌবাহি‌নীর কাজে যোগ দিলেন কোচিতে। এতদিন প্রশিক্ষণ চলছিল তাঁর।

তিনি ভারতীয় নৌবাহিনীর ডর্নিয়ার সারভিল্যান্স ওয়ারক্র্যাফট চালাবেন।

Advertisement