This Article is From Mar 02, 2020

অনলাইনে ধর্ষণের হুমকি! নেটিজেনদের রোষানলে ভারতীয় বংশোদ্ভূত শেফ

তাঁর ফেসবুক ঘেঁটে স্পষ্ট হয়নি এখন ত্রিলোক সিং কোথায় কাজ করেন? শুধু দেখা গিয়েছে দুবাইয়ের এক বিশ্ববিদ্যালয়ে কর্মরত।

অনলাইনে ধর্ষণের হুমকি! নেটিজেনদের রোষানলে ভারতীয় বংশোদ্ভূত শেফ

অভিযুক্ত ত্রিলোক সিংকে গ্রেফতারের দাবিতে সরব শতাধিক নেটিজেন।

দুবাই:

অনলাইনে ধর্ষণের হুমকি দিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে ভারতীয় বংশোদ্ভূত শেফ (Indian-Origin Chef)। জানা গিয়েছে দুবাইয়ে (Dubai Based) কর্মরত ত্রিলোক সিং সম্প্রতি সোশাল সাইটে এক মহিলার উদ্দেশে অশ্লীল মন্তব্য করেছেন। নিজের ফেসবুকে সেই মহিলাকে ধর্ষণের হুমকি (Rape Threat) দিয়েছেন সেই শেফ। এতেই তাঁর দিকে রে রে করে তেড়ে গিয়েছেন নেটিজেনরা। অবিলম্বে তাঁকে পদ থেকে বরখাস্তের দাবি তুলেছেন নেটিজেনরা। উঠেছে তাঁর গ্রেফতারির দাবি। রবিবার গালফ নিউজ এমন দাবি করেছে। সেই অভিযুক্তের ফেসবুক প্রোফাইল সরিয়ে দেওয়া হলেও, পোস্টের স্ক্রিনশটে দেখা গিয়েছে ত্রিলোক সিং দিল্লির ললিত হোটেলের সঙ্গে যুক্ত। এখন দুবাইতে থাকেন। সরকারি বিবৃতি জারি করে প্রাক্তন এই কর্মীর ব্যবহারের নিন্দা করেছে ললিত গ্রুপ (Lalit Group)। টুইটে তারা লিখেছে, আমরা ফেসবুককে অনুরোধ করব ওর বর্তমান পেশা সংক্রান্ত বিবরণ মুছে দেওয়া হোক। এখন ললিত গ্রুপের সঙ্গে ওর কোনও যোগাযোগ নেই। 

দিল্লি হিংসা নিয়ে সংসদে তুলকালাম! প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি, দেখুন ১০টি তথ্য

দেখে নিন সেই টুইট--

যদিও তাঁর ফেসবুক ঘেঁটে স্পষ্ট হয়নি এখন ত্রিলোক সিং কোথায় কাজ করেন? শুধু দেখা গিয়েছে দুবাইয়ের এক বিশ্ববিদ্যালয়ে কর্মরত। ইতিমধ্যে ত্রিলোকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুবাই পুলিশের দ্বারস্থ এক অভিযোগকারী। তাঁকে পুলিশের ই-ক্রাইম পোর্টালের মধ্যমে অভিযোগ দাখিলের অনুরোধ জানিয়েছে। 

Nirbhaya case: মঙ্গলবার সকাল ৬টাতেই ফাঁসি, আসামিদের ফাঁসি স্থগিতের আবেদন খারিজ করল দিল্লির আদালত

অনলাইনে কেউ অবমাননাকর মন্তব্য করলে ইউএই'র সাইবার ক্রাইম আইনে অভিযুক্তের বিচার হয়। দোষী প্রমাণিত হলে জেল থেকে জরিমানা সব ধার্য হয়। জানা গিয়েছে, ৫০ হাজার থেকে ৩ মিলিয়ন ডিরহাম পর্যন্ত জরিমানা ধার্য হয়। এমনটাই দাবি গালফ নিউজের। গত বছর নিউজিল্যান্ডের সন্ত্রাসবাদী হামলার সমর্থনে পোস্ট করে দুবাইয়ের ট্রান্সগার্ড গ্রুপ থেকে বরখাস্ত হয়েছিলেন এক ভারতীয় কর্মী। একইভাবে কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকে খুনের হুমকি দিয়ে বরখাস্ত হয়েছিলেন অপর এক ভারতীয়। তিনি অন্য সংস্থার কর্মী ছিলেন। 

.