১ লক্ষ ৩০ হাজার শূন্যপদে লোক নেবে ভারতীয় রেল
নিউ দিল্লি: এখনও বেকার এবং সরকারি চাকরি খুঁজছেন? ভারতীয় রেল আপনার জন্য নিয়ে এল এক দারুণ সুযোগ। রেলওয়ে নিয়োগ বোর্ড এবং রেলওয়ে নিয়োগ সেল এনটিপিসি, প্যারা-মেডিকেল কর্মী, মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটেগরি লেভেল ১-এর জন্য মোট ১ লক্ষ ৩০ হাজার লোক নেওয়া হবে। Employment News এর ২৩ ফেব্রুয়ারি - ১ মার্চের যে সংস্করণ, তাতে তাতে এই বাম্পার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন জারি করা হয়েছে। রেলওয়ের পক্ষ থেকেও সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগের জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হবে। প্রসঙ্গত, আইআরসিটিসি'র পক্ষ থেকে ৫০'টি শূন্যপদের কথাও ঘোষণা করা হয়েছে। এছাড়া, উত্তর রেলের ২৭৫'টি পদে লোক নেওয়া হবে। সব মিলিয়ে এই এই ১ লক্ষ ৩০ হাজার পদে নেওয়া হবে লোক। এই মুহূর্তে আইআরসিটিসি ও উত্তর রেলে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া চালু হয়েছে। সমস্ত শূন্যপদ সম্বন্ধীয় তথ্য দেওয়া রইল নিচে।
RRB NTPC এবং অন্যান্য বিভাগে নিয়োগ সংক্রান্ত তথ্য:
RRB NTPC - ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে আবেদন করা শুরু হবে।
RRB Para-Medical Staff -২০১৯ সালের ৪ মার্চ থেকে আবেদন করা শুরু হবে
মিনিস্ট্রিয়ল এবং আইসোলেটেড ক্যাটেগরি - ২০১৯ সালের ৮ মার্চ থেকে আবেদন করা শুরু হবে।
উপরে উল্লেখিত সমস্ত পদের জন্য মোট ৩০ হাজার লোক নিয়োগ করা হবে।
পর্যায় ১- ১ লক্ষ পদ (১২ মার্চ থেকে আবেদন করা যাবে)
পরীক্ষা ফিজ
সাধারণ- ৫০০ টাকা
তফশিলী জাতি, তফশিলী উপজাতি এবং মহিলা- ২৫০ টাকা
শিক্ষাগত যোগ্যতা, বয়সের ঊর্দ্ধসীমা, বেতন এবং নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য রেলওয়ে নিয়োগ বোর্ড (আরআরবি) এবং আরআরসি-তে জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।
IRCTC-তে নিয়োগ:
পদের নাম: পর্যবেক্ষক
পদের সংখ্যা: ৫০
যোগ্যতা: বিএসসি
বেতন: ২৫,০০০ টাকা
অভিজ্ঞগা: ২-৫ বছর
চাকরি করার স্থান: ভোপাল, মুম্বাই, গান্ধীনগর, পানাজি
আবেদন করার সময়: ২৫/০২/২০১৯ - ১৫/০৩/২০১৯
উত্তর রেলের নিয়োগ
পদের নাম: ফেসিলিটেটর
পদের সংখ্যা: ২৭৫
যোগ্যতা: দশম শ্রেণি ও দ্বাদশ শ্রেণি
অভিজ্ঞতা: ১৫-২০ বছর
আবেদন করার শেষ তারিখ: ২৮/ ০২/ ২০১৯