This Article is From Jun 06, 2020

শ্রমিক স্পেশাল ট্রেনে শিশু জন্ম! উপহার দিয়ে নবজাতককে স্বাগত জানাবে রেল

ইস্ট-কোস্ট রেলের ডিভিশনাল ম্যানেজার বিদ্যাভূষণ শুক্রবার ঘোষণা করেছেন, ইতিমধ্যে সেই ৩ নবজাতকের পরিবারকে রেলের তরফে ৫ হাজার টাকা নগদ তুলে দেওয়া হয়েছে

শ্রমিক স্পেশাল ট্রেনে শিশু জন্ম! উপহার দিয়ে নবজাতককে স্বাগত জানাবে রেল

শ্রমিক স্পেশাল ট্রেনে শিশু জন্ম নিলে তাকে উপহার দেবে ভারতীয় রেল।

হাইলাইটস

  • শ্রমিক স্পেশাল ট্রেনে শিশু জন্মে মহতী উদ্যোগ রেলের
  • নবজাতকের পরিবারকে উপহার দেবে ভারতীয় রেল
  • ইতিমধ্যে ৩টি পরিবারের হাতে ৫ হাজার টাকা নগদ তুলে দেওয়া হয়েছে
নয়া দিল্লি:

শ্রমিক স্পেশাল (Shramik Special Train) ট্রেনে শিশু জন্মে মহতী উদ্যোগ ভারতীয় রেলের। জানা গিয়েছে, সেই নবজাতকের (New Born Baby) উদ্দেশে তার পরিবারকে উপহার দেবে রেল। পরিযায়ীদের ঘরে ফেরাতে শ্রমিক স্পেশাল ট্রেন চালু করেছে রেল মন্ত্রক। তারপর থেকে বিভিন্ন প্রান্তে ট্রেনের মধ্যে নবজাতকের খোঁজ মিলেছে। আর ট্রেনে শিশুর জন্মকে শুভ লক্ষণ হিসেবে দেখছে রেল মন্ত্রক (Ministry of Railway)। তাই এই শুভ মুহূর্তে নবজাতকের আগামী সুরক্ষিত করার শুভেচ্ছায় পরিবারকে উপহার দিতে উদ্যোগ নিয়েছে মন্ত্রক। এমনটাই সূত্রের খবর। মন্ত্রক সূত্রে খবর, রেলের ইস্ট-কোস্ট বিভাগের অন্তর্গত বিভিন্ন ট্রেনে ৩ জন শিশুর জন্মের খবর মিলেছে। পরবর্তী স্টেশনেই নবজাতক-সহ মাকে নিরাপদ আশ্রয়ে চিকিৎসাধীন করা হয়েছে। সূত্রের খবর, এই ৩ শিশুর দু'জনের জন্ম ওড়িশার তিতিলাগড়ে হয়েছে। আর একজনের জন্ম বালনগিরে হয়েছে। 

এদিকে, ইস্ট-কোস্ট রেলের ডিভিশনাল ম্যানেজার বিদ্যাভূষণ শুক্রবার ঘোষণা করেছেন, ইতিমধ্যে সেই ৩ নবজাতকের পরিবারকে রেলের তরফে ৫ হাজার টাকা নগদ তুলে দেওয়া হয়েছে। রেলের তরফেই এবার উপহার তুলে দেওয়া হবে তাঁদের হাতে। নবজাতকের প্রয়োজন মেটাতে প্রয়োজনীয় সামগ্রির গিফট কুপন অভিভাবকদের হাতে তুলে দিতে উদ্যোগ নিয়েছে মন্ত্রক। এমনটাই দাবি ওই রেল কর্তার। 

ভিডিও: ঘরে ফিরেও স্বস্তি নেই পরিযায়ী শ্রমিকদের। দেখুন ভিডিওতে 

.