हिंदी में पढ़ें
This Article is From May 20, 2020

১ জুন থেকে দৈনিক ২০০ অ-শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন, জানিয়েছে ভারতীয় রেল

ট্রেনে ওঠার আগে যাত্রীদের স্ক্রিনিং করা হবে এবং যাত্রীদের সামাজিক দূরত্বের নিয়ম মেনে চলতে হবে। স্টেশনে পৌঁছতে হবে সময়ের আগে।

Advertisement
অল ইন্ডিয়া Reported by , Edited by

শিগগিরি অনলাইনে শুরু হবে বুকিং (ফাইল চিত্র)

Highlights

  • ১ জুন থেকে দৈনিক ২০০টি করে বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেল
  • এক টুইটে একথা জানিয়ে দিয়েছে রেল
  • শিগগিরি শুরু হবে অনলাইন বুকিং
নয়াদিল্লি:

করোনা ভাইরাস (Coronavirus) সঙ্কটের মোকাবিলায় দেশব্যাপী লকডাউনের মধ্যেই ১ জুন থেকে দৈনিক ২০০টি অ-শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন চালানোর ঘোষণা করল ভারতীয় রেল (Indian Railways)। মঙ্গলবার একথা জানিয়ে দিয়েছে রেল। নতুন নিয়ম অনুসারে, এই ট্রেনগুলির জন্য সাত দিন আগেই টিকিট বুক করা যাবে। তবে কবে থেকে বুকিং শুরু হবে তা এখনও জানায়নি রেল। তবে মনে করা হচ্ছে সাত দিন আগে থেকেই বুকিংয়ের কথা জানিয়ে দেবে রেল। এই ট্রেনগুলির টিকিট বুকিং কেবল আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে করা যাবে। যে কেউই এই ট্রেনে যাতায়াত করতে পারবেন। এই ট্রেনে কোনও সাধারণ কামরা থাকবে না। এগুলি বিশেষ অ-শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন। এই ট্রেনগুলিকে একই নিয়ম অনুসরণ করতে হবে, যা বর্তমানে বিশেষ ট্রেনগুলির জন্য প্রযোজ্য। ট্রেনে ওঠার আগে যাত্রীদের স্ক্রিনিং করা হবে এবং যাত্রীদের সামাজিক দূরত্বের নিয়ম মেনে চলতে হবে। স্টেশনে পৌঁছতে হবে সময়ের আগে। প্রবেশ এবং প্রস্থানের গেটগুলি আলাদা হবে।

আমফানের মোকাবিলায় সর্বশক্তি নিয়ে ঝাঁপান, কংগ্রেস কর্মীদের নির্দেশ দিলেন রাহুল গান্ধি

ভারতীয় রেলের তরফে মঙ্গ‌লবার অতিরিক্ত ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয় টুইটের মাধ্যমে।

Advertisement

সেই টুইটে জানানো হয়, ‘‘শ্রমিক স্পেশাল ট্রেন ছাড়াও ভারতীয় রেল ১ জুন থেকে প্রতিদিন ২০০টি অতিরিক্ত টাইম টেবিল ট্রেন চালাতে চলেছে। এগুলি অ-শীতাতপ নিয়ন্ত্রিত দ্বিতীয় শ্রেণির ট্রেন। ট্রেনের টিকিট কেবল অনলাইনেই বুক করা যাবে। ট্রেনের তথ্য শিগগিরি দেওয়া হবে।''

একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড গড়ল করোনা, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫,৬১১

Advertisement

এর আগে রেলের তরফে অন্য একটি টুইটে বলা হয়েছি‌ল, ‘‘ভারতীয় রেল নিয়মিত শ্রমিক স্পেশাল ট্রেন চালাচ্ছে। এখনও পর্যন্ত ১৬০০টি ট্রেনে প্রায় ২১.৫ লক্ষ শ্রমিক তাঁদের গন্তব্যে পৌঁছে গিয়েছেন। শ্রমিকদের স্বস্তি দিয়ে ভারতীয় রেল দৈনিক ২০০টি শ্রমিক স্পেশাল ট্রেন চালাচ্ছে।''

Advertisement