This Article is From Oct 05, 2018

ছিলেন সেলসম্যান, হয়ে গেলেন কোটিপতি- জানুন লটারি বিজেতা ভারতীয়র গল্প

মায়ালা বলেন, "আমি সত্যিই এটা বিশ্বাস করতে পারিনি। আমি ভেবেছিলাম কেউ বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে, কিন্তু এ আমার পক্ষে সৌভাগ্যের দিন ছিল!”

ছিলেন সেলসম্যান, হয়ে গেলেন কোটিপতি- জানুন লটারি বিজেতা ভারতীয়র গল্প

আবুধাবিতে ভারতীয় সেলসম্যান হয়ে গেলেন কোটিপতি

নিউ দিল্লি:

আবুধাবিতে 70 লাখ দিরহামের জ্যাকপট জিতলেন একজন ভারতীয়। গালফ নিউজের মতে, কেরালায় বসবাসকারী মোহাম্মদ কুনহী মায়ালা বর্তমানে রাজধানী শহরে একজন সেলসম্যান হিসেবে কাজ করেন। বুধবার দুপুরে কুনহী মায়ালার নাম আবুধাবির 'সুপার 7 সিরিজ ড্র' এর নতুন বিজেতা হিসেবে ঘোষণা করা হয়।

এই ঘটনার পরেই মায়ালা বিখ্যাত এই লটারি জিতে কোটিপতি হওয়ার তালিকায় নিজের নাম তুলে ফেলেছেন। তিনি জানান, লটারির আয়োজকদের কাছ থেকে ফোন এসেছিল। প্রথমে মোটেও বিশ্বাস হয়নি তাঁর। আয়োজকেরা মজা করছেন ভেবেছিলেন তিনি।

মায়ালা বলেন, "আমি সত্যিই এটা বিশ্বাস করতে পারিনি। আমি ভেবেছিলাম কেউ বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে, কিন্তু এ আমার পক্ষে সৌভাগ্যের দিন ছিল!” তিনি জানিয়েছেন যে, তিনি এই বিপুল পরিমাণ টাকার একটি অংশ তাঁর বন্ধুর চিকিত্সার জন্য ব্যয় করবেন। তাঁর বন্ধুর দু’টি কিডনিই খারাপ হয়ে গিয়েছে। বাকি টাকা খরচ করে নিজের বাড়ির মেরামত করে নিজের ব্যবসা শুরু করবেন বলে জানিয়েছেন মায়ালা।

Click for more trending news


.