ভারতে তৈরি বিক্রম প্রসেসরের সাহায্যে উপগ্রহ টির উদ্বোধন উপগ্রহ উৎক্ষেপণ করা হয়।
হাইলাইটস
- আকাশ মেঘাচ্ছন্ন হলেও এটি নিজের কাজ করে যেতে পারবে উপগ্রহ
- বালাকোটের মতো স্ট্রাইক হলেব কাজে দেবে উপগ্রহ
- সকালে শ্রীহরিকোটা থেকে এটির উদ্বোধন করে ইসরো
New Delhi: নতুন ‘গুপ্তচর উপগ্রহের' (Spy Satellite) সফল উৎক্ষেপণ হল। এই উপগ্রহের বিশেষত্ব হল আকাশ মেঘাচ্ছন্ন হলেও এটি নিজের কাজ করে যেতে পারবে। বালাকোটের (Balakot Air Striek) মত স্ট্রাইক করার প্রয়োজন আবারও কখনো পরলে কাজে আসবে এই গুপ্তচর উপগ্রহ। নতুন উপগ্রহের ওজন ৬১৫ কেজি। আজ সকাল সাড়ে পাঁচটা নাগাদ উপগ্রহের উৎক্ষেপণ হয়। রাত হোক বা দিন যে কোনও সময় চারপাশের স্পষ্ট ছবি তুলতে পারবে উপগ্রহ। আবহাওয়ার পরিস্থিতিও কোনও ভাবে এই রিস্যাট বি টু- (Risat 2b) এর কাজে প্রভাব ফেলতে পারবে না। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ শ্রীহরিকোটা থেকে উপগ্রহের উদ্বোধন হয়।
‘ত্রুটিমুক্ত ভোট আয়োজন করে' প্রাক্তন রাষ্ট্রপতির প্রশংসা পেল নির্বাচন কমিশন
ইসরো প্রধান এস কে সিভান (ISRO Chief S K Sivan) বলেন, ‘এই উৎক্ষেপণ চমকপ্রদ বিষয়। এটি একটি ফ্যান্টাস্টিক মিশন।' এমনিতেই ৩৫৪টি উপগ্রহ মহাকাশে পাঠিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে ইসরো। এদিন মহাকাশের উদ্দেশ্যে রওনা দেওয়া রিস্যাট টু বি নানা দিক থেকেই একটি বিশেষ উপগ্রহ। ভারতে তৈরি বিক্রম প্রসেসরের সাহায্যে উপগ্রহ টির উদ্বোধন উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। থাকছে মহাকাশের লোয়ার অরবিটে। তবে উপগ্রহের কোনও ছবি প্রকাশ করেনি ইসরো।
কাশ্মীরে জঙ্গি হানার পর বালাকোটে স্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা। সে সময় আবহাওয়ার অবস্থা ভালো ছিল না। মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। আকাশে মেঘও ছিল প্রচুর পরিমাণে। আর তাই ভারতীয় উপগ্রহ হামলার ছবি তুলতে পারিনি। মানে আঘাত হানা গিয়েছে সে কথা ‘প্রমাণ' করা যায়নি। এরপর এই নতুন ধরনের উপগ্রহ উৎক্ষেপণ হল যেটি যে কোনও আবহাওয়া পরিস্থিতিতেই নিজের কাজ করে যেতে পারে। অর্থাৎ বাইরে আবহাওয়া যাই হোক না কেন নিজের কাজ করতে পারবে এই উপগ্রহ।
Exclusive: নিক্ষেপের ১২ সেকেন্ড পরই আইএএফের ক্ষেপনাস্ত্র ধ্বংস করেছে নিজব্স চপার
এদিকে ইসরো সূত্রে খবর রিস্যাট বি টু স্যাটেলাইটটি আমেদাবাদে তৈরি হয়েছে। এতে স্পেশাল এক্স ব্যান্ড র্যাডার ব্যবহার করা হয়েছে। ফলে অতি উন্নত মানের ছবি তুলতে সক্ষম হবে এই উপগ্রহ। আগে কখনও এ ধরনের র্যাডারের ব্যবহার হয়নি ভারতীয় উপগ্রহে।