Read in English
This Article is From May 22, 2018

সেলফি তুলতে গিয়ে অষ্ট্রেলিয়ায় পাহাড় থেকে পরে মৃত ভারতীয় ছাত্র

পাহাড়ের ওপর এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল অঙ্কিত। বন্ধুদের সাথে সেলফি তুলতে গিয়ে হঠাৎই পা ফসকে গিয়ে পাহার থেকে নীচে সমুদ্রে পরে গিয়ে মৃত্যু হয় তাঁর

Advertisement
ওয়ার্ল্ড

অঙ্কিত অষ্ট্রেলিয়ার পার্থে পড়াশোনা করতো

মেলবোর্ন: পাহাড়ের ওপর এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল অঙ্কিত। বন্ধুদের সাথে সেলফি তুলতে গিয়ে হঠাৎই পা ফসকে গিয়ে পাহার থেকে নীচে সমুদ্রে পরে গিয়ে মৃত্যু হয় তাঁর।
সংবাদ মাধ্যমের রিপোর্টে জানা গেছে,একটি ভয়াবহ দুর্ঘটনায় , ওয়েস্টার্ন অষ্ট্রেলিয়ার এক টুরিস্ট স্পটে সেলফি তুলতে গিয়ে পাহার থেকে পরে মৃত্যু হল  20 বছরের এক ভারতীয় ছাত্রের।
এবিসি নিউজ রিপোর্টে জানা গেছে,ঐতিহাসিক বন্দোর শহর অ্যালিবানি’র কাছে 40 মিটার উঁচু শৃঙ্গ থেকে পরে যায় সে, ওই সময় তাঁর বন্ধুরাও সাথে ছিল।
সে পার্থ্‌ এর ছাত্র ছিল। এবং মৃত্যুর আগে বন্ধুদের সাথে ছবি তোলার সময় পাহাড়ের উপর লাফিয়ে ছুটে বেড়াচ্ছিল অঙ্কিত। ঠিক তখনই হঠাৎ পা  ফসকে পাহার থেকে নীচে সমুদ্রে পরে যায় সে।
প্রায় এক ঘন্টা পরে অনুসন্ধানকারী হেলিকপ্টারের সাহায্যে জল থেকে অঙ্কিতের দেহ খুঁজে বের করে উদ্ধার করা হয়।
রিপোর্ট অনুযায়ী, তাঁর বন্ধুরা জানিয়েছেন ‘ও খুব সচেতন ছিল, ছবি তোলার সময় হঠাৎই পা ফসকে  পরে যায়’
পুলিশ এখনও অঙ্কিতের বাবা মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন।
গ্রেট সাউদার্ন ডিসট্রিক্ট সুপারিন্টেনডেন্ট ডমিনিক উড জানিয়েছেন,’একটি তরতাজা ছেলে,এভাবে জলে পরে প্রান হারালো, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমি যতটুকু জানি পাঁচ জন প্রাপ্তবয়স্ক ছেলে একসাথে এখানে আসে।তাঁরা পাহাড়ের পিছনের প্ল্যাটফর্মে এসে নামে’।
‘এটা একতা ভয়ানক জায়গা,কিন্তু যদি সচেতন ভাবে বাউন্ডারির ভিতরে থাকা যায় তাহলে এরকম দুর্ঘটনা ঘটে না’।
চারিদিক দেখার প্ল্যাটফর্ম, রেলিং, বিভিন্ন প্রান্তে সতর্ক চিহ্ন দেওয়ার কাজে এই জায়গাটি দু বছর আগে পর্যন্ত বন্ধই ছিল।
Advertisement