This Article is From Mar 06, 2020

বিদেশে গিয়ে নাবালিকাকে যৌন হেনস্থা! ১০ বছরের কারাদণ্ড ভারতীয় পড়ুয়ার

অভিযোগ যে, যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার উদ্দেশ্যে শচীন ভাস্কর একজন ১১ বছর বয়সী কিশোরীর সঙ্গে মেসেজ এবং ইমেলের মাধ্যমে যোগাযোগ করেছিলেন।

বিদেশে গিয়ে নাবালিকাকে যৌন হেনস্থা! ১০ বছরের কারাদণ্ড ভারতীয় পড়ুয়ার

শচীন অজি ভাস্করের ১০ বছরের কারাদণ্ড

নিউ ইয়র্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা নিয়েই পড়তে গিয়েছিলেন ভারতীয় পড়ুয়া। সেখানে নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগে ২৩ বছর বয়সী ওই ভারতীয় ছাত্রকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলেই জানিয়েছেন প্রসিকিউটররা। শচীন অজি ভাস্করের সর্বোচ্চ শাস্তির কারাদণ্ডের মুখোমুখি। একজন নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগে মার্কিন সিনিয়র জেলা জজ উইলিয়াম এম স্ক্রেটিনির সামনে দোষ স্বীকার করেন শচীন।

মার্কিন অ্যাটর্নি জেমস পি কেনেডি বলেন, এই অভিযোগে ন্যূনতম দশ বছরের কারাদণ্ড, সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড, আড়াই হাজার ডলার জরিমানা বা উভয়ই হতে পারে।

প্রসিকিউটররা অভিযোগ করেছেন যে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার উদ্দেশ্যে শচীন ভাস্কর একজন ১১ বছর বয়সী কিশোরীর সঙ্গে মেসেজ এবং ইমেলের মাধ্যমে যোগাযোগ করেছিলেন।

এই মাধ্যমে যোগাযোগ করার পরে, ভাস্কর ওই কিশোরীকে তার সঙ্গে ২০১৮ সালের অগাস্টে যৌন কার্যকলাপে লিপ্ত হওয়ার জন্য প্ররোচিত করেন। এই মামলায় সাজা হবে ১৭ জুন।

.