এমন কোনও গুজবে কান না দেওয়ার পরামর্শ দিচ্ছে অর্থ মন্ত্রক।
নয়াদিল্লি: ব্যাঙ্কে কেওয়াইসি (KYC) ফর্ম পূরণ করার সময় ধর্ম উল্লেখ করতে হবে ভারতীয় নাগরিকদের। এমনই গুজব ছড়িয়ে পড়তেই শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের (Finance Ministry) তরফ থেকে এই গুজবকে উড়িয়ে দিয়ে জানানো হল ধর্ম উল্লেখ করার কোনও প্রয়োজন নেই। অর্থ মন্ত্রকের তরফে অর্থ সচিব রাজীব কুমার টুইট করে জানিয়েছেন, ‘‘ভারতীয় নাগরিকদের কোনও অ্যাকাউন্ট খোলা বা বর্তমান অ্যাকাউন্টের জন্য কেওয়াইসি জমা দিতে গিয়ে নিজের ধর্মের উল্লেখ করার কোনও প্রয়োজন নেই।''
পাশাপাশি তিনি সকলকে গুজবে কান না দেওয়ার আর্জি জানান। তিনি জানান, ‘‘ব্যাঙ্কের এমন কোনও পদক্ষেপের ব্যাপারে ভিত্তিহীন গুজবে কান দেবেন না।''
সংবাদমাধ্যমের এক রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানরা, যাঁরা দীর্ঘ সময়ের ভিসা নিয়ে এদেশে এসেছেন, তাঁদের নিজেদের ধর্মের উল্লেখ করতে হবে ব্যাঙ্কের কেওয়াইসি ফর্মে।