This Article is From Mar 19, 2020

করোনা সংক্রমণে ভারতে চতুর্থ মৃত্যু হল পঞ্জাবে

করোনা ভাইরাসের সংক্রমণে ভারতে চতুর্থ মৃত্যুর ঘটনা ঘটল। এবার মৃত্যু হল পঞ্জাবে। 

করোনা সংক্রমণে ভারতে চতুর্থ মৃত্যু হল পঞ্জাবে

এই নিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬৯ জন।

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণে ভারতে চতুর্থ মৃত্যুর ঘটনা ঘটল। এবার মৃত্যু হল পঞ্জাবে (Punjab)। জার্মানি থেকে ইতালি হয়ে দু'সপ্তাহ আগে দেশে ফিরেছিলেন ৭২ বছরের ওই বৃদ্ধ। বুকে ব্যথা হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে জানানো হয়েছে। এই নিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬৯ জন। বৃহস্পতিবারেই তা ধরা পড়েছে ১৮ জনের শরীরে। জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বুধবার পঞ্জাবের হোশিয়ারপুরে বাঙ্গা নামের এক স্থানের হাসপাতালে। ওই ব্যক্তির গ্রাম ও তার চারপাশের ৩ কিলোমিটার স্থান ‘সিল' করে দেওয়া হয়েছে। ওই ব্যক্তির চিকিৎসা করে এক চিকিৎসককে কোয়ারান্টাইন করে রাখা হয়েছে।

কেবল ওই ব্যক্তিই নয়, তাঁর বন্ধু ও আত্মীয়দেরও কোয়ারান্টাইন করে রাখা হয়েছে। বুধবার থেকেই ওই ব্যক্তির বাড়ি ‘সিল' করে দেওয়া হয়েছে।

.