This Article is From Dec 05, 2018

মহাকাশে উড়ে গেল ‘বড় পাখি’, দেশের ‘সবচেয়ে শক্তিশালী’ উপগ্রহের সফল উৎক্ষেপণ

৫ হাজার ৫৮৪ গ্রাম ওজনের এই  ‘বড় পাখি’   মহাশূন্যে পাঠানো ভারতের সবচেয়ে ভারী  উপগ্রহও বটে।

এই  জি স্যাট ১১ উপগ্রহের আরেক নাম বড়  পাখি বা বিগ বার্ড।

হাইলাইটস

  • ইসরোর তৈরি দেশের সবচেয়ে শক্তিশালী উপগ্রহ মহাশূন্যে গেল
  • এই জি স্যাট ১১ উপগ্রহের আরেক নাম বড় পাখি বা দ্য বিগ বার্ড
  • ফ্রেঞ্চ গিয়ানা গবেষণা কেন্দ্র থেকে মহাশূন্যে গেল এই উপগ্রহ
বেঙ্গালুরু:

মহাকাশে উড়ে গেল ‘বড় পাখি'। ইসরোর তৈরি দেশের সবচেয়ে শক্তিশালী উপগ্রহ মহাশূন্যে  গেল । এই  জি স্যাট ১১ উপগ্রহের আরেক নাম বড়  পাখি বা দ্য  বিগ বার্ড। 

দক্ষিণ  আমেরিকার ফ্রেঞ্চ গিয়ানা গবেষণা কেন্দ্র থেকে মহাশূন্যে গেল এই উপগ্রহ

৫ হাজার ৫৮৪ গ্রাম ওজনের এই  ‘বড় পাখি'   মহাশূন্যে পাঠানো ভারতের সবচেয়ে ভারী  উপগ্রহও বটে।

 

পৃথিবীর ‘ছবি' তুলতে মহাকাশে গেল নতুন উপগ্রহ ছোটা ভীম

 এর আগে মে  মাসেও একবার উৎক্ষেপণের চেষ্টা  হয়েছিল। তা ব্যর্থ  হয়। এবার সফল হল।

এ প্রসঙ্গে ইসরোর প্রধান কে সিভান জানিয়েছেন দেশের ব্রডব্র্যান্ড সার্ভিসকে  নতুন  দিশা দেখাবে জি স্যাট ১১।   নতুন  এই উপগ্রহ নির্মাণে  প্রায় ৬০০কোটি টাকা খরচ হয়েছে আর এটি ১৫ বছর কার্যকরী থাকবে  বলে  মনে  করা  হচ্ছে ।  

তাছাড়া এই  উপগ্রহের সাহায্যে ভারতে বিমানেও ইন্টারনেট  পরিষেবা ব্যবহার করা  যাবে।  যোগাযোগ ব্যবস্থাকে ভাল করতে এখনও পর্যন্ত যে সমস্ত  উপগ্রহ মহাকাশে ভারতের তরফে পাঠানো হয়েছে  এটি   সেগুলির সমান।

এক যোগাযোগ বিশারদ এনডিটিভিকে জানিয়েছেন এই উপগ্রহ মহাকশে থাকা  অন্য ৩০ টি উপগ্রহের সমকক্ষ।           

                               

.