হাইলাইটস
- এই পেমেন্ট ব্যাঙ্ক ডাকঘরের পরিষেবার পরিধি আরও বাড়াবে
- দেশের 1.55 লাখ ডাকঘরে চালু হবে পরিষেবা
- মোট 3,000 হাজার জায়গা থেকে এই পেমেন্টস ব্যাঙ্কের সুবিধা মিলবে
নিউ দিল্লি: - নিউ দিল্লির অনুষ্ঠান থেকে মোদী বলেন, "ক্ষমতায় এসেই আমরা বুঝতে পেরেছি দেশের অর্থনীতিকে ভায়াবহ জায়গায় রেখে গিয়েছে কংগ্রেস। আর আমাদের সরকার অনাদায়ী সম্পত্তির বাস্তব চিত্র প্রকাশে এনেছে।"
- তিনি আরও জানান, 650 টি শাখা এবং দেড় লাখ ডাকঘরে আইপিপিবি পরিষেবা চালু হবে।
- আইপিপিবি-র 80 শতাংশ বিনিয়োগ কেন্দ্রের।
- আইপিপিবিতে সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট খোলা যাবে। পাঠানো যাবে টাকা। তাছাড়া বিল মেটানোর কাজও এখান থেকে হবে।
- এটিএম বা মোবাইল ব্যাঙ্কিংয়ের সাহায্যেও আইপিপিবি-র সমস্ত সুবিধা পাওয়া যাবে।
- বিশ্লেষকদের অনুমান ডাকঘ্রের তিন লক্ষ কর্মীর দক্ষতাই আইপিপিবি-র শক্তি।
- পরীক্ষামূলকভাবে চত্তিশগড় এবং ঝাড়খণ্ডের দুটি ডাকঘরে গত বছরের জানুয়ারি মাস থেকে এই ব্যবস্থা চালু হয়েছিল।
- আইপিপিবিতে এক লক্ষ টাকা পর্যন্ত টাকা রাখা যেতে পারে। তবে এখান থেকে সরাসরি ঋণ পাওয়া যাবে না। আইপিপিবির সাহায্যে ঋণ পেতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে।
- ডাকঘরে থাকা সতেরো কোটি অ্যাকাউন্টকে আইপিপিবি-র সঙ্গে যুক্ত করা হবে।
- উদ্বোধনের একটু আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টুইট করে বলা হয় আইপিপিবি সাধারণ মানুষের জন্য সমস্ত দিক থেকে ভরসা যোগ্য ব্যাঙ্ক।