This Article is From Sep 02, 2018

আইপিপিবির উদ্বোধন থেকে কংগ্রেসকে আক্রমণ মোদীর, দশটি তথ্য

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক বা আইপিপিবির পথ চলা শুরুর হল। দিল্লির তালকোটরা স্টেডিয়াম থেকে দেশের সবচেয়ে বড় পেমেন্টস ব্যাঙ্কের পথচলা শুরু হল শনিবার।

হাইলাইটস

  • এই পেমেন্ট ব্যাঙ্ক ডাকঘরের পরিষেবার পরিধি আরও বাড়াবে
  • দেশের 1.55 লাখ ডাকঘরে চালু হবে পরিষেবা
  • মোট 3,000 হাজার জায়গা থেকে এই পেমেন্টস ব্যাঙ্কের সুবিধা মিলবে
নিউ দিল্লি:
  1. নিউ দিল্লির অনুষ্ঠান থেকে মোদী বলেন, "ক্ষমতায় এসেই আমরা বুঝতে পেরেছি দেশের অর্থনীতিকে ভায়াবহ জায়গায় রেখে গিয়েছে কংগ্রেস। আর আমাদের সরকার অনাদায়ী সম্পত্তির বাস্তব চিত্র প্রকাশে এনেছে।" 
  2. তিনি আরও জানান, 650 টি শাখা এবং দেড় লাখ ডাকঘরে আইপিপিবি পরিষেবা চালু হবে।   
  3. আইপিপিবি-র 80 শতাংশ বিনিয়োগ কেন্দ্রের। 
  4. আইপিপিবিতে সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট খোলা যাবে। পাঠানো যাবে টাকা। তাছাড়া বিল মেটানোর কাজও এখান থেকে হবে। 
  5.  এটিএম বা মোবাইল ব্যাঙ্কিংয়ের সাহায্যেও আইপিপিবি-র  সমস্ত সুবিধা  পাওয়া যাবে। 
  6. বিশ্লেষকদের অনুমান ডাকঘ্রের তিন লক্ষ কর্মীর দক্ষতাই আইপিপিবি-র শক্তি। 
  7. পরীক্ষামূলকভাবে চত্তিশগড় এবং ঝাড়খণ্ডের দুটি ডাকঘরে গত বছরের জানুয়ারি মাস থেকে এই ব্যবস্থা চালু হয়েছিল।  
  8. আইপিপিবিতে এক লক্ষ টাকা পর্যন্ত টাকা রাখা যেতে পারে। তবে এখান থেকে সরাসরি ঋণ পাওয়া যাবে না। আইপিপিবির সাহায্যে ঋণ পেতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে। 
  9. ডাকঘরে থাকা সতেরো কোটি অ্যাকাউন্টকে আইপিপিবি-র সঙ্গে যুক্ত করা  হবে। 
  10. উদ্বোধনের একটু আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টুইট করে বলা হয় আইপিপিবি সাধারণ মানুষের জন্য সমস্ত দিক থেকে ভরসা যোগ্য ব্যাঙ্ক।    

.